কলকাতা, 2 অগাস্ট : রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে নালিশ জানাল যুব মোর্চা । রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হস্তক্ষেপ দাবি করে ।
কোরোনায় আক্রান্তরা হাসপাতালে ভরতি হতে পারছে না । তাদের চিকিৎসার জন্য কোনও পরিকাঠামোর ব্যবস্থাও ঠিকমতো নেই । চিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছে । কিন্তু স্বাস্থ্য দপ্তর কোনও ব্যবস্থাই নিচ্ছে না । এই সব অভিযোগ নিয়েই গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্য যুব মোর্চা নেতৃত্ব ৷
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ যুব মোর্চার
রাজ্যে প্রায় সাড়ে 9 কোটি বাসিন্দা । কিন্তু সরকারি হাসপাতাল আছে মাত্র 28টি । আর কোরোনা আক্রান্তদের জন্য 395টি ভেন্টিলেটর আছে । তাই কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে তার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল রাজ্য যুব মোর্চা নেতৃত্ব ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সৌমিত্র খাঁ অভিযোগ করেন, রাজ্যে প্রায় সাড়ে 9 কোটি বাসিন্দা । কিন্তু সরকারি হাসপাতাল আছে মাত্র 28টি । আর কোরোনা আক্রান্তদের জন্য 395টি ভেন্টিলেটর আছে । তাই কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে সঠিক পদক্ষেপ করে, তার আবেদন জানানো হয়েছে । রাজ্য সরকার সাধারণ মানুষের চিকিৎসা দিতে সম্পূণ ব্যর্থ বলে তাঁর অভিযোগ । বলেন, রাজ্য প্রশাসনের কাছে চিকিৎসার কোনও পরিকাঠামোই নেই ।
তিনি আরও বলেন, "সরকারি হাসপাতালগুলিতে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে । কোরোনা আক্রান্তদের অসহায় অবস্থায় হাসপাতালে পড়ে থাকতে দেখা যাচ্ছে । সরকার চুপ । তাই অবিলম্বে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হস্তক্ষেপের দাবি জানালাম ।"