পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on Ukraine Return Students : কথা রাখলেন মমতা, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য - ইউক্রেন ফেরত পড়ুয়া

গত মার্চ মাসে ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Ukraine Return Students)। সেসময়ই তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী এক্ষেত্রে তাঁর কথা রাখলেন । কেন্দ্রীয় সরকার এই ছাত্র-ছাত্রীদের স্বার্থ না দেখলেও ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।

State govt to provide jobs and education to Ukraine Return Students
কথা রাখলেন মমতা, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য

By

Published : Apr 28, 2022, 7:14 PM IST

Updated : Apr 28, 2022, 7:24 PM IST

কলকাতা, 28 এপ্রিল : ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে । বৃহস্পতিবার নবান্নে এমন অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেছেন, ‘‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের বিষয়টি কেন্দ্রীয় সরকার মানবিক দৃষ্টিতে দেখবে, এমনটাই ভাবা হয়েছিল । আমরা চেয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মেডিক্যাল কাউন্সিল থেকে ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য একটা পারমিশন দিক । আমরা তাঁদের সকলের পড়ার ব্যবস্থা করে দিতে পারতাম । কেন্দ্র এবিষয়ে কিছু করবে না বলে জানিয়ে দিয়েছে । বরং তাঁদের যুক্তি তাঁরা আবার পোল্যান্ডে বা হাঙ্গেরিতে যাক (State govt to provide jobs and education to Ukraine Return Students) ।’’

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একবার যাঁরা এত খরচ করে বিদেশে গিয়ে সেখান থেকে ফেরত এসেছে, তাঁদের পক্ষে নতুন করে খরচ করা সম্ভব নয় । কেন্দ্রীয় সরকার এই ছাত্র-ছাত্রীদের স্বার্থ না দেখলেও ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । ইঞ্জিনিয়ারিং ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্যে পড়ার সরাসরি ব্যবস্থা করলেও । ডাক্তারির ক্ষেত্রে বিভিন্ন বর্ষে পড়ুয়াদের নানারকম সুযোগ-সুবিধা করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে । প্রথম বর্ষের যে পড়ুয়ারা নিটের মাধ্যমে সুযোগ পেয়েও ইউক্রেনে গিয়ে ডাক্তারিতে ভরতি হয়েছিলেন, তাঁরা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে রাজ্যে বিভিন্ন বেসরকারি কলেজগুলোয় ভরতি হতে পারবেন । দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা সরকারি কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ পাবেন । তবে তাঁদের মূল ক্লাস করতে হবে অনলাইনে । একসঙ্গে চতুর্থ ও পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীরা বিভিন্ন মেডিক্যাল কলেজে 'অবজার্ভিং সিট' পাবেন । একইভাবে একজন ভেটেনারি সার্জনকে রাজ্যের অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ভরতির ব্যবস্থা করা হয়েছে (Mamata Banerjee on Ukraine Return Students) ।

এছাড়া 3 জন ইউক্রেন থেকে চাকরি ছেড়ে ফিরেছিলেন দেশে । তাঁদের মধ্যে 2 জনকে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করেছে সরকার । অপরজন ইতিমধ্যেই দুবাইয়ে চাকরির জন্য রাজ্য ছেড়েছেন । মোটের উপর এভাবেই কেন্দ্রীয় অবহেলা সত্ত্বেও ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল রাজ্য । গত মার্চ মাসে ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী । সেসময়ই তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী এক্ষেত্রে তাঁর কথা রাখলেন ।

আরও পড়ুন : Mamata-Sourav Meeting : নবান্নে মমতা সাক্ষাতে সৌরভ

Last Updated : Apr 28, 2022, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details