কলকাতা, 27 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর সেই প্রচারেই এবার পুলিশের সঙ্গে ফের একবার বচসায় রাজ্য বিজেপি সভাপতি ৷ এ দিনের প্রচারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পটুয়াপাড়ায় পুলিশ সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ি নিকটে হওয়ায় তাঁকে এগোতে বাধা দেওয়া হয় ৷ যার পরেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় সুকান্ত মজুমদারের ৷ তবে, তিনি পুলিশকে জানান, মুখ্যমন্ত্রীর বাড়ি অর্থাৎ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাবেন না তিনি ৷ এর পর পুলিশ তাঁকে ছেড়ে দেয় ৷
আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে প্রচারের শেষদিন ৷ তাই শেষদিনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন ৷ আর তাঁর প্রচারের শুরুতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছাতে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ ৷ জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রচারে যাওয়া যাবে না ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির একপ্রকার তর্কাতর্কিও হয় ৷ পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার জানান, তিনি বা বিজেপির কোনও কর্মী হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচারের জন্য যাবেন না ৷ তার পরেই পুলিশ সুকান্ত মজুমদার এবং তাঁর সঙ্গে থাকা অন্য বিজেপি কর্মীদের প্রচারের অনুমতি দেয় ৷
আরও পড়ুন :Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক
প্রসঙ্গত, আজ ভবানীপুরে প্রচারের শেষদিন হওয়ায় বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে বলেছিলেন, যত বেশি লোকে ভোট দেবে, ততই তাঁর জয় সুনিশ্চিত হবে ৷