পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Scam Case accused Bikash mishra: কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের মেডিক্যাল রিপোর্ট সিবিআইকে দিল এসএসকেএম - বিকাশ মিশ্র

কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের (Coal Scam Case accused Bikash mishra) মেডিক্যাল রিপোর্ট সিবিআইকে দিল এসএসকেএম (SSKM hospital sends medical report)৷ সিবিআই বিকাশের শারীরিক অবস্থার (sskm send letter to cbi) কথা জানতে চেয়েছিল ৷

SSKM hospital sends medical report of Bikash mishra who arrested in Coal Scam Case to cbi
কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রের মেডিক্যাল রিপোর্ট সিবিআইকে দিল এসএসকেএম

By

Published : Dec 22, 2021, 3:55 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: হেপাটাইটিস বি রোগে আক্রান্ত রাজ্যে কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) অন্যতম মূল অভিযুক্ত বিকাশ মিশ্র (SSKM hospital sends medical report)। তাঁকে গ্রেফতারের পর দুই হাসপাতাল ঘুরে সবশেষে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল । বিকাশের (Coal Scam Case accused Bikash mishra) শারীরিক সমস্যার কথা জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল সিবিআই ৷ সূত্রের খবর, সেই মতোই শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করে বিকাশ মিশ্রর অসুস্থতার কথা সিবিআই-কে (sskm send letter to cbi) জানিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ৷

সিবিআই-এর চিঠির উত্তর দিয়েছে এসএসকেএম হাসপাতাল । সিবিআই সূত্রে খবর, পানীয় জল থেকে পেটে ইনফেকশন হয়েছে বিকাশ মিশ্রর । এসএসকেএম হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি কিডনির রোগে আক্রান্ত, চিকিৎসার প্রয়োজন ।

আরও পড়ুন:Coal Scam Investigation : সিবিআই হেফাজত নয়, ফের জেল হেফাজতে অসুস্থ বিকাশ মিশ্র

সম্প্রতি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিকাশ মিশ্র । এই ঘটনায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে সিবিআইকে স্পষ্টভাবে জানানো হয় যে, বিকাশ সুস্থ হওয়ার পর সেই হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই । সেইমতোই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই।

আরও পড়ুন :CBI on Vikas Mishra : বিকাশ মিশ্র কতটা অসুস্থ, হাসপাতালের কাছে জানবে সিবিআই

কিন্তু গ্রেফতারের পরেই ফের অসুস্থ হন বিকাশ মিশ্র । তাঁকে প্রথমে আসানসোল জেলা হাসপাতাল, তারপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সবশেষে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় । সিবিআই সূত্রের খবর, বর্ধমান এবং এসএসকেএম হাসপাতালের থেকে বিকাশ মিশ্রর অসুস্থতার সঠিক কারণ জানতে চাওয়া হয়েছিল । সেই মতোই চিঠি দিয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ সিবিআইকে বিকাশ মিশ্রের অসুস্থতার কথা জানিয়েছে ৷

আরও পড়ুন:CBI on Vikas Mishra : বিকাশ মিশ্র কতটা অসুস্থ, হাসপাতালের কাছে জানবে সিবিআই

ABOUT THE AUTHOR

...view details