কলকাতা, 22 ডিসেম্বর: হেপাটাইটিস বি রোগে আক্রান্ত রাজ্যে কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) অন্যতম মূল অভিযুক্ত বিকাশ মিশ্র (SSKM hospital sends medical report)। তাঁকে গ্রেফতারের পর দুই হাসপাতাল ঘুরে সবশেষে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল । বিকাশের (Coal Scam Case accused Bikash mishra) শারীরিক সমস্যার কথা জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল সিবিআই ৷ সূত্রের খবর, সেই মতোই শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করে বিকাশ মিশ্রর অসুস্থতার কথা সিবিআই-কে (sskm send letter to cbi) জানিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ৷
সিবিআই-এর চিঠির উত্তর দিয়েছে এসএসকেএম হাসপাতাল । সিবিআই সূত্রে খবর, পানীয় জল থেকে পেটে ইনফেকশন হয়েছে বিকাশ মিশ্রর । এসএসকেএম হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি কিডনির রোগে আক্রান্ত, চিকিৎসার প্রয়োজন ।
আরও পড়ুন:Coal Scam Investigation : সিবিআই হেফাজত নয়, ফের জেল হেফাজতে অসুস্থ বিকাশ মিশ্র