কলকাতা, 14 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে সরাসরি আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়৷ ভারতীয় জনতা পার্টির কলকাতা জোনের নবনিযুক্ত পর্যবেক্ষক সরাসরি প্রশ্ন তুললেন ‘সাংবাদিক’ কুণাল ঘোষের যোগ্যতা নিয়ে ৷ তাঁর মতে, ‘‘কুণাল ঘোষের যোগ্যতা ছিল দালালির ৷’’
সম্প্রতি কুণাল ঘোষ বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলছেন৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক চিটফান্ড কর্তার কিছু ছবি দেখিয়ে সরাসরি আক্রমণ করেছিলেন কুণাল ৷ সেই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় পালটা প্রশ্ন তুলেছেন৷ তাঁর প্রশ্ন, তিনি 14 মাস আগে তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ অথচ কেন এতদিন পর তাঁর বিরুদ্ধে চিটফান্ডের অভিযোগ তোলা হচ্ছে?
শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, চিটফান্ডে কাণ্ডে জেল খেটেছেন কুণাল ৷ সেই লোক কীভাবে অন্যের দিকে অভিযোগের আঙুল তোলেন, সেই প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়৷ এই প্রসঙ্গে তিনি ঘুরিয়ে কুণাল ঘোষকে ‘পকেটমার’ বলেও কটাক্ষ করেছেন৷
এদিকে শোভন চট্টোপাধ্যায়কে পালটা আক্রমণ করেছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘শোভনের সঙ্গে মুখোমুখি বসতে চাই৷ গ্ল্যাকসো বেবি জানেন না আমাকে ক্লিনচিট দেওয়া হয়েছে৷ মুখ দেখাতে পারেন না বলে তিন বছর গর্তে ছিলেন৷’’ পাশাপাশি তিনি জানিয়েছেন যে তিনি যে বেতন পেতেন, তাঁর নিয়োগপত্র ছিল৷ তিনি আয়কর দিয়েছেন৷ সংস্থার বিপদের দিনে সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন৷