কলকাতা, 2 জানুয়ারি : ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করেছেন বছর দেড়েক আগে। আর তার পর সেভাবে তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি। কিন্তু এবার একেবারে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপির হয়ে সক্রিয় হয়ে পথে নামছেন শোভন চট্টোপাধ্যায়। আগামী সোমবার তিনি দলের রাজ্য সদর দপ্তরে যাবেন। আর তার জন্য আয়োজন করা হয়েছে মিছিলের। দুপুর সাড়ে 3টে নাগাদ কলকাতার আলিপুর থেকে ওই মিছিল শুরু হবে। কলকাতার প্রাক্তন মেয়রের সঙ্গে থাকবেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, "শোভনদা আর আমি সোমবার মিছিল করে রাজ্য দপ্তরে আসছি।"
সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়কে বিজেপির কলকাতা জ়োনের পর্যবেক্ষক করা হয়েছে। বিজেপির কলকাতা জ়োনের মধ্যে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বেশ খানিকটা রয়েছে। দীর্ঘদিনের রাজনীতিক শোভনের সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। একই সঙ্গে পদ পেয়েছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও। তিনি এখন বিজেপির কলকাতা জ়োনের সহ-আহ্বায়ক। ইতিমধ্যেই বিজেপির রাজ্য দপ্তরে শোভন-বৈশাখির জন্য বিশেষ ঘরেরও ব্যবস্থা করা হয়েছে।