কলকাতা, 4 জানুয়ারি: আজ বিজেপির মিছিলে থাকার কথা ছিল শোভন-বৈশাখির ৷ যদিও এদিন শোভন চট্টোপাধ্য়ায় কিংবা বৈশাখি বন্দ্য়োপাধ্যায় দু'জনের কাউকেই দেখা যায়নি মিছিলে ৷ যা নিয়ে বিস্তর রাজনৈতিক জল্পনা শুরু হয় ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন অনুপস্থিত মিছিলে জানতে চেয়ে বৈশাখিকে ফোন করেন দলীয় নেতৃত্ব ৷ উত্তরে বৈশাখি জানিয়েছেন, তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি ৷ আর বৈশাখি অসুস্থ হওয়ায় আসতে পারেননি শোভনও ৷
আরও পড়ুন: আলিপুর থেকে মিছিল করে সোমবার বিজেপির অফিসে যাবেন শোভন-বৈশাখি
সোমবার খিদিরপুর থেকে শুরু হয় বিজেপির মিছিল ৷ মিছিলটি খিদিরপুর থেকে হেস্টিংস, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে বিজেপি অফিসে পৌঁছায় । মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং-রা ৷ এই রোড শো-এই শোভন-বৈশাখিরও থাকার কথা ছিল ৷ যদিও তাঁরা উপস্থিত ছিলেন না ৷ যার পর বিজেপি নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানতে চান, কেন তাঁরা মিছিলে ছিলেন না ৷ তার উত্তরে বৈশাখি তাঁর অসুস্থতার কথা জানান ৷ শোভনও জানান, একই কারণে তিনিও আসতে পারেননি ৷
আরও পড়ুন:কলকাতায় বিজেপির মিছিল, নেই শোভন-বৈশাখি
এদিকে মুরলিধর সেন লেনের শোভন-বৈশাখির ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ খুলে ফেলা হয়েছে তাঁদের নেমপ্লেটও ৷ অন্যদিকে বিজেপি সূত্রে খবর, কাল শোভন-বৈশাখির বাড়ি যেতে পারেন অমিতাভ চক্রবর্তী ৷ এরপর শোভন-বৈশাখির সঙ্গে বিজেপির রাজনৈতিক সম্পর্কের জল কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার ৷