পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shootout at Bansdroni : সিন্ডিকেট দৌরাত্ম্যে বাঁশদ্রোণীতে চলল গুলি, জখম দুই - সিন্ডিকেট দৌরাত্ম্যে বাঁশদ্রোণীতে চলল গুলি

মহানগরে ফের সিন্ডিকেটের দৌরাত্ম্য ৷ এবার ঘটনাস্থল বাঁশদ্রোণী ৷ গোলমালের জেরে চলল গুলি (Shootout due to Syndicate Clash at Bansdroni Kolkata) ৷ আহত দুই ৷

shootout due to syndicate clash at bansdroni kolkata
Shootout at Bansdroni : সিন্ডিকেট দৌরাত্ম্যে বাঁশদ্রোণীতে চলল গুলি, জখম দুই

By

Published : Apr 19, 2022, 1:24 PM IST

Updated : Apr 19, 2022, 6:02 PM IST

কলকাতা, 19 এপ্রিল : কালীঘাট, লেক গার্ডেন্সের পর এবার ফের খাস কলকাতায় সিন্ডিকেট দৌরাত্ম্যের অভিযোগ উঠল । মঙ্গলবার সিন্ডিকেট সদস্যদের মধ্যে গোলমালের জেরে চলল গুলি (Shootout due to Syndicate Clash at Bansdroni Kolkata) ৷ গুলিবিদ্ধ হলেন দুই যুবক (Two Injured in shootout at Bansdroni) ৷ তাঁদের ভর্তি করা হয়েছে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে । এলাকা দখল এবং সিন্ডিকেটকে কেন্দ্র করে এই ঘটনা বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে । ঘটনাস্থলে যাচ্ছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।

ঘটনাস্থল দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার খ্রিস্টান পাড়া ব্রহ্মপুর । ঘটনার সূত্রপাত গতকাল রাত থেকে হলেও, তা চরম আকার ধারণ করে আজ সকালে । পুলিশ সূত্রের খবর, কানা মলয় এবং বাচ্চা নামে দুই সিন্ডিকেট দলের প্রধানের মধ্যে এলাকায় গড়ে ওঠা বহুতলগুলির কাঁচামাল সরবরাহ এবং পুরনো শত্রুতাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা ছড়াচ্ছিল ৷

আজ, মঙ্গলবার সকালে কানা মলয়ের অনুগামীরা মলয়ের অফিসে এলে সেখানেই আচমকা বাচ্চার অনুগামীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ । প্রথমে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে । পরে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে । কিন্তু গুলিতে আহত হয়েছে মোট দু’জন । মলয় ও বিশ্বনাথ সিং নামে একজন । তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছে এম আর বাঙ্গুর হাসপাতালে ৷ সেখানেই তাঁরা চিকিৎসাধীন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাচ্চার দলবল বেশ কয়েক রাউন্ড গুলি চালায় । গুলিতে জখম হয়েছে কানা মলয় । সেও চিকিৎসাধীন এম আর বাঙ্গুর হাসপাতালে । লালবাজার সূত্রে খবর, খ্রিস্টান পাড়ায় একটি বহুতলে কানা মলয় ওরফে মলয় দত্ত নামে ওই ব্যক্তির একটি ছোট অফিস আছে । যদিও পুলিশ সূত্রের খবর গুলিতে জখম হওয়া চিকিৎসাধীন বিশ্বনাথ সিং সিন্ডিকেট দলের সদস্য নন । তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ তারা প্রত্যেকেই সক্রিয় সিন্ডিকেট সদস্য ।

অভিযোগ, আচমকাই আজ সকালে বাচ্চার অনুগামীরা ঘটনাস্থলে আসে এবং ঝামেলা শুরু করে । ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি । ইতিমধ্যেই বাঁশদ্রোণী থানায় বেশ কয়েকজনকে আটক করে আনা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।

আরও পড়ুন :Syndicate Clash at Kolkata : কলকাতায় সৌগত রায়ের বাড়ির সামনে সিন্ডিকেট দৌরাত্ম্যে গ্রেফতার 6

Last Updated : Apr 19, 2022, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details