পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শোভনবাবুর পক্ষে সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়, মন্তব্য রত্নার - kolkata

শোভন চট্টোপাধ্যায় কংগ্রেস করা মানুষ ৷ তাঁর পক্ষে কোনও সাম্প্রদায়িক দলে টিকে থাকা সম্ভব নয় ৷ শোভন চট্টোপাধ্যায়ের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে মন্তব্য করলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷

রত্না

By

Published : Sep 1, 2019, 3:11 PM IST

Updated : Sep 1, 2019, 3:27 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: শোভন চট্টোপাধ্যায় কংগ্রেস করা মানুষ ৷ তাঁর পক্ষে কোনও সাম্প্রদায়িক দলে টিকে থাকা সম্ভব নয় ৷ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে মন্তব্য করলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷

আজ বেহালার রবীন্দ্রনগরে একটি গণেশ পুজোর উদ্বোধন করেন রত্না ৷ সেখানেই শোভনের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে রত্না বলেন," উনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দলত্যাগ করেননি ৷ তবে যে মানুষ কংগ্রেস করে এসেছেন, কংগ্রেস করে যাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, তিনি কখনও একটা সাম্প্রদায়িক দলে থাকতে পারেন না ৷ সম্ভব নয় ৷ জোর গলায় বলতে পারি, শোভনবাবু তো স্ব-ইচ্ছায় BJP-তে যাননি ৷ কেউ তাঁকে বাধ্য করেছিল যেতে ৷ কোনও ব্যক্তি যদি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শোভনবাবুকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, BJP-তে গিয়ে ঘুঁটি সাজিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে, তবে সেটা সম্ভব নয়৷ যেহেতু ওঁর ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়নি, তাই উনি শোভনবাবুকে নিয়ে ফিরে আসছেন ৷" নাম না করে বৈশাখি বন্দ্যোপাধ্যায়কেই এভাবে কটাক্ষ করলেন রত্না ৷

ভিডিয়োয় শুনুন রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : 15 দিনেই সম্পর্কে ফাটল, BJP ছাড়ছেন শোভন-বৈশাখি ?

প্রসঙ্গত, গতকালই শোভনবাবু ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথা বলেছেন ৷ মাত্র দিন পনেরো আগেই তৃণমূল ছেড়ে​ BJP-তে যোগদান করেছিলেন তিনি ৷ কিন্তু "বন্ধু" বৈশাখিকে নিয়ে দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে অসন্তুষ্ট হন শোভন ৷ তাই ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতির কথা বলেছেন ৷

Last Updated : Sep 1, 2019, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details