কলকাতা, 24 জুলাই: নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) গ্রেফতার ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ময়দানে নেমে পড়ল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই । রবিবার শিয়ালদহ, মৌলালি, এন্টালী এলাকায় ঢ্যাঁরা পিটিয়ে রাজ্যের মানুষের কাছে দুর্নীতির কথা তুলে ধরল তারা (SFI) । এনআরএস, শিয়ালদা স্টেশন, এন্টালি বাজার ছাড়াও চলন্ত বাসে উঠে যাত্রীদের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচার করেন এই সংগঠনের সদস্যরা ।
এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দেখিয়ে সাধারণ মানুষকে আমরা প্রশ্ন করেছি , তাঁরা ওঁকে (প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়) চেনেন কিনা ৷ এই প্রশ্নের একটাই উত্তর পেয়েছি- 'আরে উনিতো চোর' । এখানেই আক্ষেপ ! রাজ্যের মন্ত্রীকে কেউ মন্ত্রী হিসেবে চিনল না । চিনল চোর হিসেবে। বাংলার সম্মান এইভাবেই ধুলোয় লুটিয়ে দিল তৃণমূল । আমরা আগেই বলেছি রাজ্যে তিনটে পি-তে শিক্ষায় দুর্নীতি হচ্ছে । ইতিমধ্যে সেই তিনটে পি-এর বিষয়ে সকলেই জানেন । পরেশ অধিকারীর মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েন । পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন । তিন নম্বর পি 'পিসি'ও গ্রেফতার হবেন । তার জন্য আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব ।"