পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Industry in Singur সিঙ্গুরে নতুন করে শিল্পের সম্ভাবনা, বিনিয়োগে আগ্রহী বেশকিছু সংস্থা - Mamata Banerjee

একদা শিল্পের বধ্যভূমি সিঙ্গুরেই (Industry in Singur) আবার নতুন করে শিল্পের সম্ভাবনা দেখা দিল ৷ ইতিমধ্যেই সেখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি সংস্থা (Investments in Singur)৷

several-companies-interested-to-invest-in-singur
সিঙ্গুরে নতুন করে শিল্পের সম্ভাবনা, বিনিয়োগে আগ্রহী বেশকিছু সংস্থা

By

Published : Aug 26, 2022, 2:42 PM IST

কলকাতা, 26 অগস্ট:একদা আন্দোলনের বধ্যভূমি সিঙ্গুরেই এ বার বিনিয়োগের সম্ভাবনা (Industry in Singur)। একইসঙ্গে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে শিল্প ইউনিট গড়ে ওঠার (Investments in Singur)।

একদা অনিচ্ছুক কৃষকের আন্দোলনকে কেন্দ্র করে গোটা দেশের কাছে পরিচয় পেয়েছিল সিঙ্গুর । এই আন্দোলনের কারণেই একসময়ে ন্যানো গাড়ির কারখানা করতে এসেও ফিরে যেতে হয়েছিল টাটাদের । সেখানেই আবার নতুন করে শিল্প স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে । সে সময় রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল অনিচ্ছুক চাষীদের জমি ফিরিয়ে দেবে । সেই মতো জমি ফিরিয়েও দেয় মমতার সরকার । তবে জমি যাঁরা ফেরত পেয়েছেন, সেই জমিতে চাষ করতে গিয়ে নাভিশ্বাস উঠছিল । ফলে এই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা । এ সবের মধ্যেই, সিঙ্গুরে শিল্প গড়তে চেয়ে রাজ্যের কাছে আবেদন করল 10টি নতুন সংস্থা । আর যাকে কেন্দ্র করেই সিঙ্গুরে নতুন করে শিল্প স্থাপনের স্বপ্ন দেখতে শুরু করেছে সাধারণ মানুষ ।

আরও পড়ুন:"জোর করে জমি নেব না", দ্বিতীয় বিমানবন্দর প্রসঙ্গে মন্তব্য মমতার

নবান্নের তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হয়েছে সিঙ্গুরে 6.32 একর জমিতে তৈরি করা হচ্ছে শিল্পতালুক । আগামী দিনে সেখানেই বিনিয়োগ হবে কমবেশি 10টি শিল্প ইউনিটে । বৃহস্পতিবার এই নিয়েই বৈঠক ছিল নবান্নে । রাজ্যের 13 জেলার শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠকে করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে । সেখানেই ঠিক হয়েছে, সিঙ্গুরে শিল্পতালুক হবে 6.32 একর জমির উপরে । ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের দাবি, বেশ কয়েকটি শিল্প সংস্থা ইতিমধ্যেই ওই শিল্পতালুকে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে । এছাড়া জানা গিয়েছে, গতকালের বৈঠক থেকে রাজ্যের 13টি জেলার 32টি সরকারি জমিতে প্রায় 6 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব নবান্নের কাছে জমা পড়েছে । ফলে সরকারের দাবি, আগামী দিনে দেশের বিনিয়োগ মানচিত্রে পশ্চিমবঙ্গ হতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ নাম ।

ABOUT THE AUTHOR

...view details