পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saugata Roy: মুখ্যমন্ত্রীকে দুর্নীতির রানি বললে পিঠে তাল পড়তে পারে, ফের বেফাঁস সৌগত - দমদমের সভায় ফের বেফাঁস সৌগত

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে শাসক দলের বর্ষীয়ান নেতা (Saugata Roy made a controversial remarks once again) ৷ বিরোধীদের হুঁশিয়ারির সুরে সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির রানি এসব বলবেন না। এসব বললে আমাদের ছেলেরা রাগ করে ৷ আর রেগে গেলে ওরা কী করতে পারে তা আমি বলতে পারব না ৷"

Etv Bharat
দমদমের সভায় ফের বেফাঁস সৌগত

By

Published : Sep 3, 2022, 6:18 PM IST

দমদম, 3 সেপ্টেম্বর: ইডি-সিবিআই জোড়া ফলায় রাজ্যের শাসকদল যে বেশ কোণঠাসা তার অন্যতম বড় প্রমাণ সৌগত রায় ৷ দিনকয়েক ধরেই প্রকাশ্যে বিভিন্ন সভায় বেলাগাম দমদমের তৃণমূল সাংসদ ৷ শুক্রবার ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে শাসক দলের বর্ষীয়ান নেতা (Saugata Roy made a controversial remarks once again) ৷ বিরোধীদের হুঁশিয়ারির সুরে সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির রানি এসব বলবেন না। এসব বললে আমাদের ছেলেরা রাগ করে ৷ আর রেগে গেলে ওরা কী করতে পারে তা আমি বলতে পারব না ৷" শুক্রবারের সন্ধ্যায় এমন মন্তব্য করতেই শোনা গেল তৃণমূল সাংসদের গলায় ৷

এখানেই শেষ নয় ৷ সৌগত আরও বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না যে তৃণমূলের সকলেই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়বে। আর তাল পড়লে দুঃখ করবেন না।" ইডি-সিবিআই নিয়ে বিরোধীরা যখন শাসকদলের সমালোচনায় মুখর, তখন তার পালটা দিতে গিয়ে সৌগতর ভাষায় উঠে আসছে হিংসাত্মক ভাবনা। তার পুনরাবৃত্তি ঘটল শুক্রবার দক্ষিণ দমদম পৌরসভার 2 নং ওয়ার্ডে একটি জল প্রকল্পের উদ্বোধনে ৷

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় পাপ্পু ! অমিত শাহকে আক্রমণে টি-শার্ট আনছে তৃণমূল

প্রসঙ্গত কিছুদিন আগেই এক সভা থেকে সৌগতকে বলতে শোনা যায়, "সিপিএম, বিজেপি, কংগ্রেসের যদি কেউ থাকে তাঁদের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতোপেটা করে তাহলে দুঃখ করবেন না।" সিপিএম নেতা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সমালোচনার সুরে সৌগতর মন্তব্যের পালটা দিয়ে বলেন, "উনি যেটা বলেছেন সেটা একদিকে ঠিক। সত্যিই তো সবাই চোর নয়। এমন অনেক তৃণমূল কর্মী-সমর্থক রয়েছেন যাঁরা টাকা নেননি। তারা এখন লজ্জিত হচ্ছেন। তবে কিছু রাঘব বোয়াল যে টাকা চুরি করেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।”

ABOUT THE AUTHOR

...view details