দমদম, 3 সেপ্টেম্বর: ইডি-সিবিআই জোড়া ফলায় রাজ্যের শাসকদল যে বেশ কোণঠাসা তার অন্যতম বড় প্রমাণ সৌগত রায় ৷ দিনকয়েক ধরেই প্রকাশ্যে বিভিন্ন সভায় বেলাগাম দমদমের তৃণমূল সাংসদ ৷ শুক্রবার ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে শাসক দলের বর্ষীয়ান নেতা (Saugata Roy made a controversial remarks once again) ৷ বিরোধীদের হুঁশিয়ারির সুরে সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির রানি এসব বলবেন না। এসব বললে আমাদের ছেলেরা রাগ করে ৷ আর রেগে গেলে ওরা কী করতে পারে তা আমি বলতে পারব না ৷" শুক্রবারের সন্ধ্যায় এমন মন্তব্য করতেই শোনা গেল তৃণমূল সাংসদের গলায় ৷
এখানেই শেষ নয় ৷ সৌগত আরও বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না যে তৃণমূলের সকলেই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়বে। আর তাল পড়লে দুঃখ করবেন না।" ইডি-সিবিআই নিয়ে বিরোধীরা যখন শাসকদলের সমালোচনায় মুখর, তখন তার পালটা দিতে গিয়ে সৌগতর ভাষায় উঠে আসছে হিংসাত্মক ভাবনা। তার পুনরাবৃত্তি ঘটল শুক্রবার দক্ষিণ দমদম পৌরসভার 2 নং ওয়ার্ডে একটি জল প্রকল্পের উদ্বোধনে ৷