কর্মীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত রেল, স্টেশনে চলছে স্যানিটাইজ়েশন - লকডাউন
মালগাড়ি বাদে আর কোনও ট্রেন চলছে না । তাই মালগাড়ি জীবানুমুক্ত করার কাজ চলছে ।
কলকাতা, 26 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। বন্ধ রয়েছে গণপরিবহন পরিষেবা। তবে বাজারে শাকসবজি ও মালপত্র সরবরাহ বজায় রাখতে মালগাড়িকে ছাড় দেওয়া হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে অসংখ্য রেলকর্মী । তাই তাঁদের ও তাঁদের পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রেখেছে রেলবোর্ড।
দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের স্টেশন ও ট্রেনগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্যানিটাইজ়েশনের কাজ। স্টেশনগুলিকে প্রতিদিন একাধিকবার জীবাণুমুক্ত করার কাজ চলছে। স্টেশন অফিস এমনকী টিকিট কাউন্টারের ভিতরেও চলছে স্যানিটাইজ়েশনের কাজ ।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে অতিরিক্ত কর্মীকে একসঙ্গে কাজে লাগানো যাবে না। তাই একাধিক শিফটে কাজ চলছে।
যেসব কর্মী পরিচ্ছন্নতা কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাঁদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁদের জন্য মাস্ক, সানগ্লাস, গ্লাভস ও স্যানিটাইজ়ারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।