কলকাতা, 17 জুলাই : BJP নেতা মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় খুলবে সারদাকাণ্ডের জট । আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজিরা দিতে গিয়ে BJP নেতার সঙ্গে মুখোমুখি জেরার আবেদন জানালেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ । তাঁর দাবি, মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় অনেক প্রশ্নের উত্তর মিলবে ।
আজ ED-র দপ্তরে হাজিরা দিয়ে বেরোনোর সময় কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, "মুকুল রায়ের সঙ্গে একটি যৌথ জেরার আর্জি CBI ও ED-র আধিকারিকদের কাছে জানিয়েছি । আমি তদন্তে সহযোগিতা করেছি । রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসিয়ে যেভাবে জেরা করা হয়েছে, আমি তাতে সহযোগিতা করেছি । সারদার বা এই ধরনের কিছু বিষয়ের জট খুলতে বা সমস্যার সামধানের জন্য আমার আর মুকুলদাকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি মুখোমুখি বসায়, তবে তদন্তের অনেকটা সুবিধা হবে ।"