পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বউবাজার দুর্ঘটনা : ক্ষতিগ্রস্ত পরিবারপিছু 5 লাখ দেবে মেট্রো - Rupees 5 lakh compensation to affected families of boubazar by KMRCL

KMRCL-এর জেনেরাল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন এ কে নন্দী জানান, KMRCL সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আছে । তাদের সবরকম সাহায্য করা হবে সংস্থার তরফে ।

বাড়িতে ফাটল

By

Published : Sep 6, 2019, 5:09 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত ৷ সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের কাজের জন্য বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেন এলাকায় ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি ৷ ঘরছাড়া প্রায় 350টি পরিবার ৷ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করতেই মেট্রোর এই সিদ্ধান্ত ৷

গতকাল দফায় দফায় বৈঠক চলে KMRCL-র দপ্তরে । বেলা 12 টার সময় সংস্থার কোর কমিটির বৈঠক হয় । সেখানে ক্ষতিপূরণের অর্থ, ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়ার জন্য কত বরাদ্দ করা হবে এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা হয় ৷ এরপর দুপুর 3টে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে KMRCL কর্তৃপক্ষ । বৈঠক শেষে KMRCL-এর জেনেরাল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন এ কে নন্দী বলেন," যেসব পরিবারকে বাড়ি খালি করতে বলা হয়েছে তাদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ।" তিনি আরও জানান, KMRCL সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আছে । তাদের সব রকম সাহায্য করা হবে সংস্থার তরফে । বলেন, "যে সমস্ত বাড়ি ভেঙে পড়েছে বা যে বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে সেগুলি মেরামত করে দেওয়া হবে ৷ বিশেষজ্ঞরা যে বাড়িগুলিকে বিপজ্জজনক বলে চিহ্নিত করেছেন সেগুলিরও মেরামত করা হবে ৷ বাড়ি তৈরি ও মেরামতের কাজ শেষ হলে বিশেষজ্ঞ দল এসে পুনরায় বাড়িগুলি পরিদর্শন করবে ৷"

ইতিমধ্যে ঘরছাড়া পরিবারগুলিকে বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজ়ে রাখা হয়েছে ৷ তাদের পুরো খরচ বহন করবে KMRCL ৷ বাড়ি মেরামতের জন্য যদি বাড়তি সময় লাগে তবে তাদের ভাড়া বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে সংস্থার তরফে ।

অন্যদিকে গতকাল সকাল থেকেই ওই এলাকায় মাটি ফুটো করে মেশিনের সাহায্যে সিমেন্ট, সোডিয়াম, সিলিকেট ও অন্যান্য কেমিকেল দিয়ে গ্রাউটিং-এর কাজ শুরু হয়েছে । কর্মরত এক ইঞ্জিনিয়র বলেন, "ওপরের মাটি ধসে যাওয়ায় নিচের অংশ নরম হয়ে গেছে ৷ ভেতরে কংক্রিট ঢুকিয়ে মাটিকে জমিয়ে শক্ত করার কাজ চলছে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details