পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Chandrachur Goswami: ভোটে দাঁড়িয়েছিলেন মমতার বিরুদ্ধে, অসুর বিতর্কে প্রচারে সেই চন্দ্রচূড় ! - দুর্গাপুজো

একুশের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন চন্দ্রচূড় গোস্বামী (Chandrachur Goswami) ৷ রুবি পার্ক (Ruby Park) বিতর্কের জেরে সংবাদ শিরোনামে সেই যুবক !

Ruby Park controversy made Chandrachur Goswami famous during Durga Puja 2022
Chandrachur Goswami: মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন, অসুর বিতর্কে প্রচারে সেই চন্দ্রচূড় !

By

Published : Oct 3, 2022, 5:13 PM IST

কলকাতা, 3 অক্টোবর: পুজোর ভরপুর আবহে (Durga Puja 2022) বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রুবি পার্ক (Ruby Park) ৷ রবিবার, অর্থাৎ সপ্তমী পর্যন্ত সেখানকার পুজোয় মহিষাসুরের মুখাবয়ব ছিল মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) মতো ! সেই ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছে বঙ্গবাসী ৷ এই কাণ্ড ঘটিয়েছে 'অখিল ভারতীয় হিন্দু মহাসভা' (All Indian Hindu Assembly)। এ নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই প্রচারে চলে এসেছে একটি নাম ৷ তিনি হলেন এই অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী (Chandrachur Goswami) ৷ লক্ষ্যণীয় বিষয় হল, বিতর্কের মাধ্যমে হলেও নিজেদের কার্যসিদ্ধি করে ফেলেছেন তিনি ৷ এত দিন যাঁরা তাঁকে চিনতেন না, আজ তাঁদের সকলেরই মুখে মুখে ফিরছে তাঁর কথা !

কে এই চন্দ্রচূড় গোস্বামী ? তথ্য বলছে,পরিবেশ বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করে এখন পিএইচডি করছেন চন্দ্রচূড় ৷ একাধিক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে ৷ একইসঙ্গে, সঙ্গীতের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর ৷ এমনকী, সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে চন্দ্রচূড়ের ৷ বহু বছর ধরেই তিনি হিন্দুত্ববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ৷ বর্তমানে সংগঠনের রাজ্যস্তরের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে ৷ অখিল ভারতীয় হিন্দু মহাসভার ডিজিট্যাল মুখপত্র 'স্বস্তিকা ডিজিট্যাল টিভি'-র প্রধান সম্পাদকও এই চন্দ্রচূড় গোস্বামী ৷

আরও পড়ুন:হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

এখানেই শেষ নয় ৷ এর পরের তথ্যটা জানলে হয়তো আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না ৷ এই চন্দ্রচূড় গোস্বামী 2021 সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ! কিন্তু, নির্বাচনে মাত্র 81টি ভোট পাওয়ায় তাঁর জমানত বাজেয়াপ্ত হয় ৷

রুবি পার্কের এই পুজো প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেবী দুর্গা রূপে পুজো করলে আমরা তো তার বিরোধিতা করি না ৷ কিন্তু, কাকতালীয়ভাবে আমাদের পুজোয় অসুরের মুখের আদলের সঙ্গে মহাত্মা গান্ধির মিল হয়ে গিয়েছে ! তা নিয়ে এত বিরোধিতা কেন ? আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা ভিতু নই ৷ আমরা গান্ধির সমর্থক নই, আমরা গডসের সমর্থক ৷ ইতিমধ্যেই এ নিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কোনও ভুল করেছি বলে আমি মনে করি না ৷"

ABOUT THE AUTHOR

...view details