কলকাতা, 3 অক্টোবর: পুজোর ভরপুর আবহে (Durga Puja 2022) বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রুবি পার্ক (Ruby Park) ৷ রবিবার, অর্থাৎ সপ্তমী পর্যন্ত সেখানকার পুজোয় মহিষাসুরের মুখাবয়ব ছিল মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) মতো ! সেই ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছে বঙ্গবাসী ৷ এই কাণ্ড ঘটিয়েছে 'অখিল ভারতীয় হিন্দু মহাসভা' (All Indian Hindu Assembly)। এ নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই প্রচারে চলে এসেছে একটি নাম ৷ তিনি হলেন এই অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী (Chandrachur Goswami) ৷ লক্ষ্যণীয় বিষয় হল, বিতর্কের মাধ্যমে হলেও নিজেদের কার্যসিদ্ধি করে ফেলেছেন তিনি ৷ এত দিন যাঁরা তাঁকে চিনতেন না, আজ তাঁদের সকলেরই মুখে মুখে ফিরছে তাঁর কথা !
কে এই চন্দ্রচূড় গোস্বামী ? তথ্য বলছে,পরিবেশ বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করে এখন পিএইচডি করছেন চন্দ্রচূড় ৷ একাধিক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে ৷ একইসঙ্গে, সঙ্গীতের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর ৷ এমনকী, সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে চন্দ্রচূড়ের ৷ বহু বছর ধরেই তিনি হিন্দুত্ববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ৷ বর্তমানে সংগঠনের রাজ্যস্তরের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে ৷ অখিল ভারতীয় হিন্দু মহাসভার ডিজিট্যাল মুখপত্র 'স্বস্তিকা ডিজিট্যাল টিভি'-র প্রধান সম্পাদকও এই চন্দ্রচূড় গোস্বামী ৷