পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Rituparna-Indigo Clash : কান্নাকাটি করেও মিলল না ফ্লাইটে ওঠার অনুমতি, ঋতুপর্ণার অভিযোগে কী বলল এয়ারলাইন্স সংস্থা - Indigo replied to Rituparna Senguptas tweet

বোর্ডিংয়ের সময় পেরিয়ে যাওয়ায় অভিনেত্রীর অনুরোধ সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে কোনওভাবেই তাঁকে বিমানে চড়ার অনুমতি দেয়নি কর্তব্যরত আধিকারিকেরা (Rituparna Sengupta not allowed to board flight in Kolkata Airport) ৷

Rituparna-Indigo Clash
কান্নাকাটি করেও মিলল না ফ্লাইটে ওঠার অনুমতি, ঋতুপর্ণার অভিযোগে কী বলল এয়ারলাইন্স সংস্থা

By

Published : Mar 29, 2022, 11:04 PM IST

Updated : Mar 30, 2022, 2:45 PM IST

কলকাতা, 29 মার্চ : বোর্ডিংয়ের সময় পেরিয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে আমেদাবাদগামী বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে (Rituparna Sengupta not allowed to board flight in Kolkata Airport) ৷ মিস হয়েছে শুটিং ৷ ঘটনায় এখনও ক্ষোভ যায়নি তাঁর ৷ নিজের শহরে তাঁকে এভাবে প্রত্যাখ্যাত হতে হবে স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ নিজে ভুল করেছেন জেনেও একরাশ আক্ষেপ নিয়ে টুইটারে সোচ্চার হয়েছেন অভিনেত্রী ৷ ঋতুপর্ণার সেই টুইটেই জবাব এল এয়ারলাইন্স সংস্থার তরফে ৷

তাঁর সঙ্গে হওয়া এদিন বিমানবন্দরের ঘটনার বিবরণ, বিমানের টিকিট, এয়ারলাইন্স সংস্থার নির্দেশাবলী পোস্ট করে ঋতুপর্ণা টুইটে লেখেন, "সময়ের আগে সবকিছু করা নিঃসন্দেহে ভাল অভ্যাস ৷ কিন্তু সময়ের আগে পৌঁছনো সত্ত্বেও যাত্রীকে না-নেওয়া খুব খারাপ বিষয় ৷ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল বিষয়টিতে দৃষ্টিপাত করার ৷"

ঋতুপর্ণার টুইটের জবাব দেয় ইন্ডিগো (Indigo replied to Rituparna Sengupta's tweet) ৷ এয়ারলাইন্স সংস্থার তরফে নন্দিনী নামক এক আধিকারিক লেখেন, "ম্যাডাম আমরা শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করছি ৷" যদিও এয়ারলাইন্স সংস্থা অভিনেত্রীর সঙ্গে পরে যোগাযোগ করেছিল কি না, বিষয়টি স্পষ্ট নয় এখনও ৷

ঠিক কী ঘটেছিল এদিন সকালে :

কলকাতা বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালে আমেদাবাদগামী বিমানে চড়ার কথা ছিল অভিনেত্রীর ৷ ভোর 5টা 26 মিনিটের সেই বিমানে ওঠার জন্য বোর্ডিংয়ের শেষ সময় ছিল 4টে 55 মিনিট ৷ কিন্তু ঋতুপর্ণা প্রয়োজনীয় সমস্তকিছু নিয়ে হাজির হন 5টা 10 থেকে 5টা 12-র মধ্যে ৷ অভিনেত্রীর অনুরোধ সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে কোনওভাবেই তাঁকে বিমানে চড়ার অনুমতি দেয়নি কর্তব্যরত আধিকারিকেরা ৷

এরপরেই অভিনেত্রী প্রশ্ন তোলেন এয়ারলাইন্স সংস্থার সদিচ্ছা নিয়ে ৷ 40 মিনিট ধরে কাকুতি-মিনতি, এমনকী কান্নাকাটির পরও নরম হয়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ৷ 50 পা দূরে দাঁড়িয়েও এভাবে বিমানে উঠতে না-পারার হতাশা এদিন ঝরে পড়ে ঋতুপর্ণার টুইটে ৷ এমনকি বিমানে তখনও অ্যারোব্রিজ সংযুক্ত ছিল বলেও দাবি করেছেন অভিনেত্রী ৷

এয়ারলাইন্স সংস্থারে দুষলেও সোশ্যাল মিডিয়ায় নীতি পুলিশদের আক্রমণের শিকার হতে হয়েছে অভিনেত্রীকেই ৷ ইন্ড্রাষ্টিতে তাঁর সময়জ্ঞান নিয়ে যে বদনাম রয়েছে, তাও অভিনেত্রীকে স্মরণ করিয়ে দেন তাঁরা ৷

Last Updated : Mar 30, 2022, 2:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details