কলকাতা, 13 ডিসেম্বর : কমল দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 580 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 2 হাজার 710 ৷ এদিকে বেড়েছে একদিনে মৃত্যুর সংখ্যা । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 47 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 44 ।
রাজ্যে এই নিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 21 হাজার 795 জন । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 57 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থ হওয়ার হার । রাজ্যে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে 93.94% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 994 জন ৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে 4 লাখ 90 হাজার 165 জন ৷ রাজ্যে বর্তমানে 22 হাজার 573 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷