পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দল বারণ করলে রামপুজো করব না, বললেন মদন - Kolkata

" দল যদি মনে করে এই রামকথা দলের চিন্তাভাবনার বাইরে, দল যদি অনুমোদন না করে, তাহলে আমি নিশ্চয় এটা করব না ।" রামপুজো নিয়ে বিতর্ক দানা বাঁধতেই সুর নরম করলেন মদন মিত্র ।

মদন মিত্র

By

Published : Jul 18, 2019, 12:33 AM IST

কলকাতা, 17 জুলাই : দল বারণ করলে রাম পুজো করব না । রামপুজো নিয়ে বিতর্ক দানা বাঁধতেই সুর নরম করলেন মদন মিত্র ।

আজ মদন বলেন, " দল যদি মনে করে এই রামকথা দলের চিন্তাভাবনার বাইরে, দল যদি অনুমোদন না করে, তাহলে আমি নিশ্চয় এটা করব না । কারণ, আমি দলের বাইরে নই ।" পাশাপাশি তিনি আরও বলেন, "দলের বিরুদ্ধে গিয়ে আমি কোনও কাজও করিনি ।" আজ মেট্রো ভবনের একটি বিক্ষোভ কর্মসূচি যোগদান করেন মদন মিত্র । সেখানেই রামপুজো নিয়ে তৈরি হওয়া বিতর্কে সুর নরম করলেন তৃণমূল নেতা ।

গতকালই মদন মিত্র জানিয়েছিলেন, আগামী 28 জুলাই নিজের বাড়িতে রাম-সীতার পুজোর আয়োজন করেছেন । রামনামও হবে বলে জানান তিনি । তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় জল্পনা । রাজনৈতিক মহলের একাংশের ধারণা, BJP-তে যোগদান করতে পারেন মদন মিত্র ।

ABOUT THE AUTHOR

...view details