কলকাতা, 7 জুলাই : একই দিনে দুই সতীর্থর জোড়া আক্রমণে বিদ্ধ শুভেন্দু অধিকারী ৷ প্রথমে সৌমিত্র খাঁ, তার পর রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ৷ তাৎপর্যপূর্ণ ভাবে এই দুই নেতাই সরাসরি শুভেন্দুর নাম করেননি ৷ কিন্তু তাঁদের লক্ষ্য যে নন্দীগ্রামের বিধায়ক তা বুঝতে অসুবিধা হয় না ৷
এদিন বিকেল 5টা নাগাদ একটি ফেসবুক পোস্ট করেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘যাঁর নেতৃত্বে ও যাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ 213টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশার মুক্তির জন্য পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যহ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত ৷’’
আরও পড়ুন :দিল্লির নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন শুভেন্দু, বিস্ফোরক সৌমিত্র
আর এই পোস্টের শিরোনাম ‘বিরোধী নেতাকে বলব...’ ৷ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে রাজীবের এই পোস্টের উদ্দেশ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
প্রসঙ্গত, এদিন দুপুরে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেন সৌমিত্র খাঁ ৷ তার পর ফেসবুক লাইভে এসে বর্তমান বিজেপি নেতৃত্বের কাজ নিয়ে প্রশ্ন তোলেন ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷