পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অমিতের পাঠানো চার্টার্ড বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালীরা, আজই বিজেপিতে যোগদান - BJP

দিল্লি চললেন বেসুরো, বহিষ্কৃত ও দলত্যাগী তৃণমূলীরা৷ তাঁরা দিল্লি গিয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন ৷ আজই বিজেপিতে যোগদান ৷ তাঁদের বিশেষ চার্টার্ড বিমান পাঠাচ্ছেন অমিত শাহ ৷

নাড্ডা-অমিতের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালীরা
নাড্ডা-অমিতের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালীরা

By

Published : Jan 30, 2021, 12:38 PM IST

Updated : Jan 30, 2021, 3:55 PM IST

কলকাতা, 30 জানুয়ারি : দিল্লি চললেন বেসুরো, বহিষ্কৃত ও দলত্যাগী তৃণমূলীরা ৷ শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী ও প্রবীর ঘোষাল দিল্লি যাচ্ছেন। তাঁরা দিল্লি গিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন ৷ এদিনই তাঁরা বিজেপিতে যোগদান করবেন ৷

বালির বিধায়ক বৈশালী ডালমিয়া ইটিভি ভারতকে জানিয়েছেন যে শুক্রবার রাতে তাঁর সঙ্গে ফোনে কথা হয় বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ তখনই তাঁকে অমিত শাহ জানান যে তিনি শনিবার কলকাতায় বিশেষ চার্টার্ড বিমান পাঠাচ্ছেন ৷ সেই বিমানেই তিনি ও অন্যরা দিল্লি যাবেন ৷ তার পর বিকেলে অমিত শাহ ও জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করবেন ৷

আজ, রাতে তাঁরা দিল্লিতেই থাকবেন ৷ আগামিকাল, রবিবার সকালে তাঁরা কলকাতায় ফিরে আসবেন ৷ ফিরে এসে তাঁরা সরাসরি চলে যাবেন হাওড়ার ডুমুরজলায়৷ সেখানে তাঁর বিজেপির যোগদান মেলায় অংশগ্রহণ করবেন৷ ওই সভায় অমিত শাহের থাকার কথা ছিল৷ কিন্তু দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে সফর বাতিল হয়ে যায় অমিত শাহের৷ তাঁর বদলে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ওই যোগদান মেলায় উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন :ব্যস্ত নাড্ডা-রাজনাথ, কাল ডুমুরজলায় বিজেপির স্মৃতি ফেরানোর দায়িত্বে ইরানি

বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে হাওড়ার ডুমুরজলার ওই সভায় তৃণমূল ছেড়ে আরও অনেকে বিজেপিতে যোগদান করবেন৷

Last Updated : Jan 30, 2021, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details