পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যাত্রী সুরক্ষায় কতটা প্রস্তুত কলকাতা মেট্রো ? উঠছে প্রশ্ন - danger

যাত্রী নিরাপত্তার জন্য বসানো হয়েছে স্ক্যানার, CCTV । কিন্তু তার অর্ধেকই বিকল । প্রশ্ন উঠছে মেট্রোয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে ।

বিকল স্ক্যানার মেশিন

By

Published : Jun 26, 2019, 4:48 AM IST


কলকাতা, 26 জুন : যাত্রী সুরক্ষায় বড়সড় প্রশ্নের মুখে কলকাতা মেট্রো । যাত্রী নিরাপত্তায় বিভিন্ন স্টেশনে বসানো স্ক্যানার, CCTV ক্যামেরার মতো আধুনিক ব্যবস্থা খারাপ থাকায় শুরু হয়েছে বিতর্ক ।

মেট্রো সূত্রে খবর, এই মুহূর্তে 24 টি স্টেশনে 28 টি স্ক্যানার মেশিন আছে । এর মধ্যে 18 টির বেশি মেশিনই খারাপ । বাকি যেগুলি চলছে সেগুলির অবস্থাও খুব একটা ভালো নয় । মহাত্মা গান্ধি রোড, চাঁদনি চক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, কবি সুভাষের মতো স্টেশনগুলিতে স্ক্যানার থাকলেও তা মাঝে মধ্যেই বিকল হয়ে যায় ।

শুধু স্ক্যানার নয় । যাত্রী সুরক্ষায় ডোর ফ্রেমড মেটাল ডিটেক্টর ও হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হয় বিভিন্ন স্টেশনে । সূত্রের খবর, ডোর ফ্রেমডগুলি অনেক সময় বিকল থাকে । আবার, চার্জ থাকে না হ্যান্ড হেল্ডগুলির । ফলে সেগুলি থাকা না থাকা কার্যত সমান ।

এই সমস্যা কবে মিটবে তার কোনও স্পষ্ট ধারণা নেই মেট্রো কর্তৃপক্ষের । প্রশ্ন করলে একটাই উত্তর - মেরামত করা একদিনের ব্যাপার নয়, সময় লাগবে । আবার প্রতিটি স্টেশনে নজরদারির জন্য রয়েছে CCTV ক্যামেরাও । কিন্তু CCTV মনিটর করা হয় কতটা ? সে প্রশ্নও থেকে যাচ্ছে ।

মঙ্গলবারই কলকাতা থেকে চার IS জঙ্গী গ্রেপ্তার হয়েছে । মাঝেমধ্যে জালনোট উদ্ধার হচ্ছে । জঙ্গী বা যে কোনও সন্ত্রাসবাদীদের অন্যতম সফট টার্গেট সব সময়ই মেট্রো । সেখানে কলকাতা মেট্রোর মতো অতি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যমের নিরাপত্তায় এত গাফিলতি কেন ? প্রশ্ন আম জনতার । বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি । এমনকী, SMS-এরও উত্তর দেননি ।

ABOUT THE AUTHOR

...view details