কলকাতা, 25 মার্চ: গত 19 মার্চ কলকাতার যাদবপুরে অবস্থিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে হিন্দি ব্যবহারের নির্দেশিকা ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছিল । সেই নির্দেশিকা বাতিল করে নতুন নির্দেশিকা জারির পরেও অব্যহত প্রতিবাদ-বিক্ষোভ । আজও বাংলা ভাষার পক্ষে থাকা বিভিন্ন সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হল আইএসিএস-এর সামনে । বিতর্কিত নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি এদিন বিক্ষোভে বিজেপি বিরোধী আওয়াজ উঠল ।
আইএসিএস-এর সামনে বৃহস্পতিবারের বিক্ষোভে 'বাংলা মঞ্চ', যারা 'নো ভোট টু বিজেপি'র ডাক দিয়েছে আসন্ন নির্বাচনের আগেভাগে তাঁরা সহ জাতীয় বাংলা সম্মেলন, ভাষা ও চেতনা সমিতির মতো একাধিক সংগঠন অংশগ্রহণ করে । উপস্থিত না থাকতে পারলেও সাক্ষর সম্বলিত প্ল্যাকার্ড পাঠান এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ছাত্র-ছাত্রীরা । দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান বিক্ষোভকারীরা । বিজেপির হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রবণতা ও তার ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয় বিক্ষোভে । 19 মার্চের বিতর্কিত নির্দেশিকার প্রতিলিপিও পোড়ানো হয় এদিনের কর্মসূচিতে ।