কলকাতা, 23 সেপ্টেম্বর : বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ আবহাওয়ার খানিকটা উন্নতি হবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল ও পরশু তাপমাত্রা বৃদ্ধি পাবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । বাড়বে গরমের অনুভূতি ৷
এই মুহূর্তে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে । সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ কেন্দ্র দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড থেকে বালেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে ৷ বৃহস্পতিবার মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।