কলকাতা, 20 ডিসেম্বর :রাজ্যের শাসকদলের প্রতিশ্রুতি ছিল অবাধ ও শান্তিপূর্ণ পৌর নির্বাচন (KMC Election 2021) ৷ তবে, বড় কোনও অশান্তি বা প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও কলকাতা পৌরভোটে রক্ত ঝরা ঠেকানো গেল না ৷ প্রশ্ন উঠছে, আগামী দিনে বাংলায় আদৌ কি কখনও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সম্ভব ?
আরও পড়ুন :KMC Election 2021 : কয়েকটা ছেলে ডাংগুলি খেলেছে, কলকাতায় অশান্তি হয়নি : অনুব্রত
রবিবারের ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে উৎসবের মেজাজে ভোট হয়েছে ৷ আমরা এটাই চেয়েছিলাম। আর যাঁরা অভিযোগ করছেন, তাঁরা নাটক করছেন ৷’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যও ৷ তিনি বলেন, ‘‘এত শান্তিপূর্ণ পৌর নির্বাচন কখনও হয়নি ৷ যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তা বিরোধীদের চক্রান্ত ছাড়া কিছু নয় ৷ সরকার, পুলিশ ও নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ৷ এরপরও যদি দেখা যায়, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার সঙ্গে আমাদের কর্মীরা জড়িত রয়েছেন, তাহলে দল তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে ৷ সেই নির্দেশ তো আগেই দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷’’
রাজ্যের বিরোধী দলগুলি অবশ্য তৃণমূলের এই দাবির সঙ্গে সহমত নয় ৷ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘গতকাল নির্বাচনের নামে যা হয়েছে, তা প্রহসন ছাড়া আর কিছুই নয় ৷ কাল গোটা দিন রাজ্যের মানুষ যা দেখেছেন, তাকে আর যাই হোক গণতন্ত্রের উৎসব বলা যায় না ৷ সাধারণ নাগরিকদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি ৷ বিধায়কদের পুলিশ আটকে রেখেছে ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতাকে যেভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হল, তা গণতন্ত্র হত্যার দিন হিসাবে পশ্চিমবঙ্গের ইতিহাসের তা লেখা হয়ে থাকবে ৷’’