পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : পৌরভোটে প্রহসনের তত্ত্বে অনড় বিরোধীরা, পরিস্থিতি ভাল হওয়ার আশায় রাজনৈতিক বিশ্লেষকরা - কলকাতা পৌরভোট হিংসা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তারপরও রক্ত ঝরেছে কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) ৷ এতে ক্ষুব্ধ বিরোধীরা ৷ যদিও আগামী দিনে পরিস্থিতি আরও ভাল হবে বলে আশাবাদী রাজনৈতিক মহল ৷

political reaction on KMC Election 2021 Violence
KMC Election 2021 : পৌরভোটে রক্ত ঝরায় ক্ষুব্ধ বিরোধীরা, আশার আলো দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা

By

Published : Dec 20, 2021, 7:20 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর :রাজ্যের শাসকদলের প্রতিশ্রুতি ছিল অবাধ ও শান্তিপূর্ণ পৌর নির্বাচন (KMC Election 2021) ৷ তবে, বড় কোনও অশান্তি বা প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও কলকাতা পৌরভোটে রক্ত ঝরা ঠেকানো গেল না ৷ প্রশ্ন উঠছে, আগামী দিনে বাংলায় আদৌ কি কখনও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট সম্ভব ?

আরও পড়ুন :KMC Election 2021 : কয়েকটা ছেলে ডাংগুলি খেলেছে, কলকাতায় অশান্তি হয়নি : অনুব্রত

রবিবারের ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে উৎসবের মেজাজে ভোট হয়েছে ৷ আমরা এটাই চেয়েছিলাম। আর যাঁরা অভিযোগ করছেন, তাঁরা নাটক করছেন ৷’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যও ৷ তিনি বলেন, ‘‘এত শান্তিপূর্ণ পৌর নির্বাচন কখনও হয়নি ৷ যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তা বিরোধীদের চক্রান্ত ছাড়া কিছু নয় ৷ সরকার, পুলিশ ও নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ৷ এরপরও যদি দেখা যায়, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার সঙ্গে আমাদের কর্মীরা জড়িত রয়েছেন, তাহলে দল তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে ৷ সেই নির্দেশ তো আগেই দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷’’

রাজ্যের বিরোধী দলগুলি অবশ্য তৃণমূলের এই দাবির সঙ্গে সহমত নয় ৷ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘গতকাল নির্বাচনের নামে যা হয়েছে, তা প্রহসন ছাড়া আর কিছুই নয় ৷ কাল গোটা দিন রাজ্যের মানুষ যা দেখেছেন, তাকে আর যাই হোক গণতন্ত্রের উৎসব বলা যায় না ৷ সাধারণ নাগরিকদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি ৷ বিধায়কদের পুলিশ আটকে রেখেছে ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতাকে যেভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হল, তা গণতন্ত্র হত্যার দিন হিসাবে পশ্চিমবঙ্গের ইতিহাসের তা লেখা হয়ে থাকবে ৷’’

কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী বলেন, ‘‘একদিকে তৃণমূলের সর্বোচ্চ নেতারা বলছেন দলের কেউ কোনও গাজোয়ারি করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে ৷ আর অন্যদিকে তৃণমূল প্রার্থী পুলিশ দিয়ে আমাদের বুথ থেকে বের করে দিচ্ছেন ৷ সংবাদমাধ্যমের কাছে এর প্রমাণও রয়েছে ৷ এঁদের কি দল থেকে বহিষ্কার করা হবে ? যদি তৃণমূল এদের বহিষ্কার না করে, তাহলে ধরে নিতেই হবে, ওঁরা যা বলেছিলেন, তা শুধু লোক দেখানো কথা ছিল ৷ অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নিচুতলার কর্মীদের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই ৷’’

সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘‘সত্যি কথা বলতে কী, এখন মনে হচ্ছে এ কোন সকাল রাতের থেকেও অন্ধকার ! একদিকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের কথা ৷ অন্যদিক, তাদের কর্মীরাই সিসি ক্যামেরায় মাস্ক পরিয়ে দিচ্ছে, আমাদের এজেন্টদের বের বুথ করে দিচ্ছে ৷ একটা কথা তো সত্যি, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট কল্পনা করাও বোধহয় অপরাধ ৷’’

আরও পড়ুন :Ashok Bhattacharya on KMC Election 2021 : ভোট-সন্ত্রাসে বিপ্লব-মমতার কোনও পার্থক্য নেই, কটাক্ষ অশোকের

রাজনৈতিক বিশ্লেষক তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, ‘‘আমরা এবারের নির্বাচন নিয়ে অনেক আশা করেছিলাম ৷ আমরা ভেবেছিলাম, এবারের নির্বাচন রক্তপাতহীন হবে ৷ কিন্তু, তার পরিবর্তে যা ঘটল, তা সাধারণ মানুষকে কিছুটা হতাশ করবে ৷ তবে, এই নিরাশার মধ্যেও আশার আলো কিছুটা আছে ৷ ভোটপ্রক্রিয়া যাতে কালিমালিপ্ত না হয়, তা নিশ্চিত করতে শাসকশিবির চেষ্টা করেছিল ৷ কিন্তু, বহু দিনের অভ্যাস ৷ তাই হয়তো কর্মীদের বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায়নি ৷ কিন্তু, আমরা আশা করতেই পারি আগামী দিনে এই পরিস্থিতির আরও উন্নতি হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details