কলকাতা, 16 মার্চ : মক্কা গিয়েছিলেন পার্ক সার্কাসের বাসিন্দা বছর বাষট্টির প্রৌঢ়া । কলকাতায় ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি । তাঁকে ভরতি করা হয় পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমে । সেখান থেকে রবিবার তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । কিন্তু, হাসপাতাল থেকে জোর করে প্রৌঢ়াকে তাঁর পরিজনরা নিয়ে যান বলে জানা গিয়েছে । রোগীর এ'ভাবে চলে যাওয়ায় স্বাস্থ্য দপ্তরের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয় । অবশেষে, বেনিয়াপুকুর থানা এলাকায় প্রৌঢ়ার বাড়ি থেকে তাঁকে নিয়ে রবিবার রাত আটটা নাগাদ হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর সংক্রমণ সন্দেহে বেনিয়াপুকুরের এই প্রৌঢ়া সহ 13 জন ভরতি রয়েছেন বেলেঘাটা ID হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ।
বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, বেনিয়াপুকুরের বাসিন্দা ওই প্রৌঢ়াকে হাসপাতালে ভরতি হওয়ার কথা বললে, তিনি এবং তাঁর পরিজনরা ভয় পেয়ে যান। এরপরই তাঁকে হাসপাতালে ভরতি না করিয়ে বাড়িতে নিয়ে যান তাঁর পরিজনরা । তাঁকে ফের হাসপাতালে পাঠানোর বিষয়ে স্থানীয় কাউন্সিলর, প্রৌঢ়া ও তাঁর পরিজনদের বোঝানোর পর ফের ওই প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ ।