কলকাতা, 13 অগস্ট : সিনেমার দৃশ্যও কখনও কখনও হার স্বীকার করে বাস্তবের পরিস্থিতির কাছে ৷ শুক্রবার বিকেলে তেমনই এক দৃশ্যের সাক্ষী রইল কলকাতা ৷ বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করা হল বিজেপি (BJP) নেতা সজল ঘোষকে (Sajal Ghosh) ৷ কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে একটি ক্লাব ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জেরে তাঁকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ ৷
আরও পড়ুন :BJP in Bengal : এবার বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"
অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাতে সন্তোষ মিত্র স্কোয়ারে একটি ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটে । বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেন যে, তৃণমূলের সমর্থকেরা ওই ক্লাবটি ভেঙেছে । পালটা তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, এলাকায় দুষ্কৃতীদের নিয়ে আসেন বিজেপি নেতা সজল ঘোষ । এলাকায় একাধিক ইভটিজারদের আনাগোনা ছিল ওই ক্লাবে । তবে এই অভিযোগ অস্বীকার করে বিজেপি ।