পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sajal Ghosh : বিজেপি নেতা সজল ঘোষকে দরজা ভেঙে গ্রেফতার করল পুলিশ - Sajal Ghosh

বৃহস্পতিবার রাতে সন্তোষ মিত্র স্কোয়ারে একটি ক্লাব ভাঙচুর হয় ৷ বিজেপির দাবি, তৃণমূল ক্লাব ভেঙেছে ৷ তৃণমূলের দাবি, ওই ক্লাবে অসামাজিক কাজ হত ৷ এই ঘটনায় গ্রেফতার করা হল বিজেপি নেতা সজল ঘোষকে ৷

Police arrest bjp leader sajal ghosh
Sajal Ghosh : বিজেপি নেতা সজল ঘোষকে দরজা ভেঙে গ্রেফতার করল পুলিশ

By

Published : Aug 13, 2021, 5:45 PM IST

কলকাতা, 13 অগস্ট : সিনেমার দৃশ্যও কখনও কখনও হার স্বীকার করে বাস্তবের পরিস্থিতির কাছে ৷ শুক্রবার বিকেলে তেমনই এক দৃশ্যের সাক্ষী রইল কলকাতা ৷ বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করা হল বিজেপি (BJP) নেতা সজল ঘোষকে (Sajal Ghosh) ৷ কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে একটি ক্লাব ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জেরে তাঁকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন :BJP in Bengal : এবার বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"

অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাতে সন্তোষ মিত্র স্কোয়ারে একটি ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটে । বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেন যে, তৃণমূলের সমর্থকেরা ওই ক্লাবটি ভেঙেছে । পালটা তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, এলাকায় দুষ্কৃতীদের নিয়ে আসেন বিজেপি নেতা সজল ঘোষ । এলাকায় একাধিক ইভটিজারদের আনাগোনা ছিল ওই ক্লাবে । তবে এই অভিযোগ অস্বীকার করে বিজেপি ।

জানা গিয়েছে, এই নিয়ে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয় বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে ৷ তাঁকে থানা থেকে ডেকে পাঠানো হয় ৷ তার পরও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ ৷ সেই কারণে তাঁর বাড়ির সামনে হাজির হয় পুলিশ ৷ তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷

আরও পড়ুন :kolkata police : স্বরাষ্ট্র মন্ত্রকের পদক পাচ্ছেন কলকাতা পুলিশের তিন আধিকারিক

অভিযোগ, নিজের বাড়িতে তালা বন্ধ করে ঢুকে বসে থাকেন সজল । এরপরেই এলাকার বাসিন্দারা থানায় বিক্ষোভ দেখান । পাশাপাশি বিক্ষোভ দেখান তৃণমূল (Trinamool Congress) সমর্থকরাও ৷ ঘটনাস্থলে বিজেপিরও অনেকে জড়ো হন ৷ তাঁরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এই পরিস্থিতিতে সজল ঘোষ বাড়ির বাইরে না আসায় তাঁর বাড়ির দরজা ভাঙা হয় বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন :Khela Hobe Divas : খেলা হবে দিবসে পাড়ায় পাড়ায় ফুটবল বিতরণ কলকাতা পৌরনিগমের

ABOUT THE AUTHOR

...view details