কলকাতা, 18 মার্চ : বিমল গুরুংয়ের বিরুদ্ধে চলতে থাকা একাধিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ শুরু করেছে রাজ্য সরকার ৷ এরই বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা করলেন অঙ্কুশ শর্মা নামে এক ব্যক্তি ৷
2017 পাহাড়ে অশান্তি ছড়ানোর ঘটনায় বিমল গুরুং ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করেছিল রাজ্য সরকার ৷ তার মধ্যে ইউএপিএ ধারাও ছিল ৷ এই ঘটনার পরই বোপাত্তা হয়ে যান বিমল ৷ সূত্রের খবর, এই সময়টায় নেপালে আত্মগোপন করেছিলেন তিনি ৷
এর প্রায় তিন বছর পর দীর্ঘ অন্তরাল ছেড়ে (2020 সালের শেষ দিকে) সম্প্রতি প্রকাশ্যে আসেন তিনি ৷ আর এসেই শুরু করেন মমতাস্তূতি ৷ বিধানসভা ভোটে তিনি ও তাঁর অনুগামীরা যে তৃণমূলকেই সমর্থন করবেন, তাও স্পষ্ট করে দেন বিমল ৷ পাহাড়ে বিজেপিকে হারাতে মমতাও বিমলের এই বন্ধুত্ব স্বীকার করে নেন ৷