কলকাতা, 28 অগস্ট: গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে এগিয়ে আসতে পারে পঞ্চায়েত ভোট (Bengal Panchayat Election) । প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক বক্তব্য থেকেই এই জল্পনা শুরু হয়েছিল । তিনি বলেছিলেন যে কোনও মুহূর্তে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যেতে পারে, অতএব পঞ্চায়েতের কাজ যেন ফেলে রাখা না হয় ।
বরাবরই গরমের মধ্যে নির্বাচনের বিরোধিতা করে আসেন তৃণমূল নেত্রী । কাজেই 2023 সালের এপ্রিল-মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা থাকলেও মনে করা হচ্ছিল পঞ্চায়েত ভোটে গিয়ে আসতে পারে । কিন্তু এই মুহূর্তে নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে ডিসেম্বরে নয়, বরং পঞ্চায়েত ভোট হতে পারে ফেব্রুয়ারিতে । নবান্নের নির্দেশেই এই মুহূর্তে বিভিন্ন জেলায় আসন পুনর্বিন্যাসের কাজ চলছে (Nabanna on Panchayat Election) । নবান্নের তরফ থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে এই পুনর্বিন্যাসের কাজ শেষ করতে বলা হয়েছে । এই কাজ শেষ হয়ে গেলে তা পর্যালোচনার কাজ শুরু হবে । নিয়ম বলছে, আসন পুনর্বিন্যাসের 75 দিন এবং সংরক্ষণের 90 দিন পর ভোট করা যেতে পারে । সুতরাং গোটা প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে ।
আরও পড়ুন: শ্রীকান্ত মাহাতর প্রতিবাদ বিচ্ছিন্ন ঘটনা নয়, বার্তা সুজনের
আর এই কারণেই মনে করা হচ্ছে, এবছরে অন্তত পঞ্চায়েত ভোট হওয়ার বিশেষ কোনও সম্ভাবনাই নেই । সেক্ষেত্রে আগামী বছরের গোড়ার দিকেই পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা । মার্চ,এপ্রিলে যেহেতু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে । ফলে তার আগেই নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য সরকার । আর সেই কারণেই মনে করা হচ্ছে জানুয়ারি এবং খুব বেশি হলে ফেব্রুয়ারির মধ্যেই পঞ্চায়েত নির্বাচন শেষ করে ফেলতে পারে রাজ্য সরকার ।
তবে শুধু আসন পুনর্বিন্যাস নয়, এবার পঞ্চায়েত নির্বাচনের আগে আসন সংরক্ষণের বিষয়টিও পর্যালোচনা করছে রাজ্য সরকার । পঞ্চায়েত দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, 50 শতাংশ বা তার বেশি অনগ্রসর শ্রেণির মানুষের বসবাস না-থাকলে সংশ্লিষ্ট বুথ বা গ্রাম পঞ্চায়েত আসনটি সংরক্ষণ করা হবে না । সুতরাং এইসব তথ্যের ভিত্তিতে আসন সংরক্ষণের কাজও দ্রুত পুজোর আগেই করে ফেলতে চাইছে রাজ্য । এই মুহূর্তে রাজ্যের 3 হাজার 143টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে । আর তাতে আসন রয়েছে 61 হাজার 396 । অহেতুক তাড়াহুড়ো করে আবার সংবাদের শিরোনামও হতে চাইছে না রাজ্য । তাই সবদিক বিচার বিবেচনা করেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নবান্ন (Nabanna is Preparing for Panchayat Election) ।