পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tangra Murder: ট্যাংরায় বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ, নাম জড়াল কাউন্সিলরের - Old Lady murdered in Tangra

পারিবারিক বিবাদ এর জেরে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল খাস কলকাতায় (Old Lady murdered in Tangra)। ঘটনায় নাম জড়িয়েছে এলাকার কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে (old lady killed in Tangra)।

Tangra Murder
ট্যাংরায় বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ

By

Published : Sep 8, 2022, 11:05 AM IST

ট্যাংরা, 8 সেপ্টেম্বর:বাগুইআটিতেজোড়া ছাত্র খুনে তোলপাড় শহর ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শহরে খুন বৃদ্ধা ৷ পারিবারিক বিবাদের জেরে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল খাস কলকাতায় (Old Lady murdered in Tangra)। নাম জড়িয়েছে এলাকার কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। বুধবার ট্যাংরায় ঘনাটি ঘটেছে ৷ মৃতের নাম গীতা মণ্ডল(65) ৷

অভিযোগ, লক্ষ্মী মণ্ডল, দিলীপ মণ্ডল ও কমলা মণ্ডল নামে তাদের তিন আত্মীয় ওই বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে। কাউন্সিলর জীবন সাহার নাম করে ওই বৃদ্ধাকে হুমকি দেওয়া হচ্ছিল কয়েকদিন ধরেই ৷ ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেও ৷ যদিও এই ঘটনায় কাউন্সিলরের কোনও বক্তব্য মেলেনি (Tangra Murder)।

আরও পড়ুন: বাগুইআটির অপহৃত দুই ছাত্রের দেহ মিলল বসিরহাটের মর্গে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পুলিশ সূত্রে খবর, একটি জমিকে কেন্দ্র করে গীতা মণ্ডল ও কমলা মণ্ডলদের মধ্যে অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে । ইতিপূর্বে বেশ কয়েকবার দুই পরিবারের মধ্যে বিরোধ হলেও তা মিটে যায় ৷ অভিযোগ বুধবার রাতে আবারওদুই পরিবারের মধ্যে অশান্তি বাঁধে ৷ তখনই হঠাৎ লাঠি দিয়ে হামলা গীতাদেবীর উপর চড়াও হয় অভিযুক্তরা ৷ গীতাদেবীকে লাঠি দিয়ে এলোপাথারি মারতে থাকে তারা ৷ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় গীতাদেবী লুটিয়া পারেন মাটিতে ৷ অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় থানার পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে টেংরা থানার পুলিশ (old lady killed in Tangra)।

ABOUT THE AUTHOR

...view details