ট্যাংরা, 8 সেপ্টেম্বর:বাগুইআটিতেজোড়া ছাত্র খুনে তোলপাড় শহর ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শহরে খুন বৃদ্ধা ৷ পারিবারিক বিবাদের জেরে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল খাস কলকাতায় (Old Lady murdered in Tangra)। নাম জড়িয়েছে এলাকার কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। বুধবার ট্যাংরায় ঘনাটি ঘটেছে ৷ মৃতের নাম গীতা মণ্ডল(65) ৷
অভিযোগ, লক্ষ্মী মণ্ডল, দিলীপ মণ্ডল ও কমলা মণ্ডল নামে তাদের তিন আত্মীয় ওই বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে। কাউন্সিলর জীবন সাহার নাম করে ওই বৃদ্ধাকে হুমকি দেওয়া হচ্ছিল কয়েকদিন ধরেই ৷ ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেও ৷ যদিও এই ঘটনায় কাউন্সিলরের কোনও বক্তব্য মেলেনি (Tangra Murder)।
আরও পড়ুন: বাগুইআটির অপহৃত দুই ছাত্রের দেহ মিলল বসিরহাটের মর্গে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
পুলিশ সূত্রে খবর, একটি জমিকে কেন্দ্র করে গীতা মণ্ডল ও কমলা মণ্ডলদের মধ্যে অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে । ইতিপূর্বে বেশ কয়েকবার দুই পরিবারের মধ্যে বিরোধ হলেও তা মিটে যায় ৷ অভিযোগ বুধবার রাতে আবারওদুই পরিবারের মধ্যে অশান্তি বাঁধে ৷ তখনই হঠাৎ লাঠি দিয়ে হামলা গীতাদেবীর উপর চড়াও হয় অভিযুক্তরা ৷ গীতাদেবীকে লাঠি দিয়ে এলোপাথারি মারতে থাকে তারা ৷ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় গীতাদেবী লুটিয়া পারেন মাটিতে ৷ অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় থানার পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে টেংরা থানার পুলিশ (old lady killed in Tangra)।