পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাসপাতালে ভরতি নার্স, টিকা নেওয়ার ফলেই কি অসুস্থ ?

ভ্যাকসিন নেওয়ার পরেই হাসপাতালের এক নার্সিং স্টাফ অসুস্থ হয়ে পড়েন । শ্বাসকষ্ট শুরু হয় । তবে, ভ্যাকসিন নেওয়ার কারণেই এই নার্সিং স্টাফ অসুস্থ হয়ে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয় ।

Corona Vaccine
প্রতীকী ছবি

By

Published : Jan 16, 2021, 9:34 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন নেওয়ার পরে শনিবার অসুস্থ হয়ে পড়লেন কলকাতার বিসি রায় শিশু হাসপাতালের এক নার্সিং স্টাফ । তাঁকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউতে ভরতি রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোরোনার টিকাকরণ । প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের । গোটা রাজ্যে আজ 204 টি কেন্দ্র ভ্যাকসিন দেওয়া হয়েছে । এর মধ্যে কলকাতায় রয়েছে 18 টি কেন্দ্র । কলকাতার বিসি রায় শিশু হাসপাতালের টিকাকরণ কেন্দ্র থেকেও ভ্যাকসিন দেওয়া হয় । ভ্যাকসিন নেওয়ার পরেই এই হাসপাতালের এক নার্সিং স্টাফ অসুস্থ হয়ে পড়েন । তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে তাঁকে সিসিইউতে ভরতি রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নার্সিং স্টাফের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

আরও পড়ুন : স্বাস্থ্যকর্মী না হয়েও ভ্যাকসিন নিলেন তৃণমূল নেতা, শুরু বিতর্ক

হাসপাতাল সূত্রে খবর, আজ ভ্যাকসিন নেওয়ার পরে ওই নার্সিং স্টাফের শ্বাসকষ্ট হতে শুরু করে । অসুস্থ বোধ করতে থাকায় তাঁকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । যদিও, ভ্যাকসিন নেওয়ার কারণেই এই নার্সিং স্টাফ অসুস্থ হয়ে পড়েছেন কি না, এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । তবে, বিষয়টি স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details