কলকাতা, 18 জানুয়ারি: বাঙালির শৈশবে অবাধ বিচরণ এই মানুষটির ৷ ছবি আঁকা কমিক্সে তাঁর তৈরি নতুন নতুন চরিত্রের মধ্য়ে দিয়েই বারবার নিজেকে খুঁজে পেয়েছে শিশুরা ৷ কখনও তারা হাঁদা বা ভোঁদা, কখনও বা তারা বীরবিক্রমী বাঁটুল, আবার কখনও বাচ্চু, বিচ্ছু কিংবা নন্টে, ফন্টে ৷ শিশুমনে হিল্লোল তোলা সেই চরিত্রগুলি সমান প্রিয় বড়দেরও ৷ তাই তো ষাটের দশকের বইগুলি কিনতে আজও ভিড় জমে বইপাড়ায় ৷ এই সৃষ্টিই বাংলা সাহিত্যের জগতে চিরস্মরণীয় করে রাখবে নারায়ণ দেবনাথকে (Narayan Debnath passes away)৷
1925 সালে জন্ম হাওড়ার শিবপুরে ৷ আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুর ৷ অল্প বয়স থেকেই শিল্প সৃষ্টির প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ ৷ স্বর্ণকার পারিবারের ছেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্ট কলেজে পড়াশোনা শুরু করেন ৷ তবে তা সম্পূর্ণ করা হয়ে ওঠেনি তাঁর ৷ শেষ বছরে পড়াশোনা ছেড়ে কয়েক বছর বিজ্ঞাপনের কাজ করেছেন ৷ তবে মন পড়েছিল সৃষ্টির দিকেই (remembering Narayan Debnath)৷
আরও পড়ুন:Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ
দেব সাহিত্য কুটিরের সম্পাদকমণ্ডলীর উৎসাহে বাংলা কমিক্সে হাতেখড়ি হয় নারায়ণ দেবনাথের (Narayan Debnath life)৷ তাঁর প্রথম সৃষ্টি হাঁদা ভোঁদা ৷ শুকতারা থেকে নিয়মিত খণ্ড খণ্ড আকারে প্রকাশিত হত এই কমিক্স ৷ শুধু লেখাই নয়, প্রথম প্রথম হাঁদা ভোঁদায় আঁকার কাজটিও নিজেই করতেন নারায়ণ দেবনাথ (legendary bengali comics creator)৷ শিশু মনে সাড়া ফেলে দেয় দুই ছোট্ট ছেলের মজাদার কাহিনি ৷ এরপর রঙিন মোড়কে বাজারে আসে নারায়ণ দেবনাথের বাঁটুল দি গ্রেট ৷ এক সময়ে স্রষ্টা জানিয়েছিলেন, কলেজ স্ট্রিট থেকে ফেরার সময় হঠাৎই তাঁর মাথায় আসে বাঁটুলের চরিত্র ৷ তখনই মনে মনে ছকে ফেলেন বিরাট বক্ষের বাঁটুলের অবয়ব ৷ প্রবল শক্তিধর বাঁটুলের বীরত্বের কাহিনি চেটেপুটে উপভোগ করতে শুরু করে আট থেকে আশি ৷ এখানেই শেষ নয়, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়, ম্যাজিশিয়ান পটলচাঁদ, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায়, পেটুক মাস্টার বটুকলাল ও শুঁটকি আর মুটকি - একের পর কালজয়ী সৃষ্টি উপহার দিতে থাকেন নারায়ণ দেবনাথ ৷
তাঁর হাত ধরেই শৈশবের উদযাপন, বাঙালির হৃদয়ে অমর নারায়ণ দেবনাথ সাহিত্যের জগতে তাঁর বিরাট অবদানের কারণে 2013 সালে তাঁকে দেওয়া হয় সাহিত্য আকাদেমি ও বঙ্গবিভূষণ পুরস্কার ৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 2015 সালে তাঁকে সাম্মানিক ডিলিট প্রদান করে ৷ তিনিই ভারতের এখনও পর্যন্ত একমাত্র কমিক্স শিল্পী যিনি ডিলিট পেয়েছেন ৷ আর 2021 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার ৷ তবে তাঁর সৃষ্টির সামনে এই সব পুরস্কার নিতান্তই নগন্য ৷ বাঙালি আজও তার শৈশবকে উদযাপন করে নারায়ণ দেবনাথের হাত ধরেই ৷ তাঁর দৌলতেই টিনটিন, অ্যাসটেরিক্স, ব্যাটম্যান, সুপারম্যানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিশু মনে আজও রাজত্ব করে চলেছে হাঁদা-ভোঁদা, বাঁটুল, নন্টে-ফন্টেরা ৷ নারায়ণ দেবনাথের অমর সৃষ্টিই তাঁকে চিরকাল বাঙালির মনে অমর করে রাখবে ৷