কলকাতা, 24 মে :নারদ-কাণ্ডে চার নেতা-মন্ত্রীর জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না আজও । পরশুদিন আবার শুনানি । আজ, সোমবার সকালে দীর্ঘসময় ধরে মামলার শুনানি চলল ৷ সেখানে আলোচনা হল মামলার শুনানি স্থগিত থাকবে নাকি চলবে সেই বিষয়ে ।
সলিসিটর জেনারেল তুষার মেহেতা আজ শুনানির শুরুতেই সকালে জানান, গত 21 মে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে একটি স্পেশাল লিভ পিটিশন করেছেন তাঁরা । তাই এই মামলার শুনানি আপাতত আগামী বুধবার পর্যন্ত স্থগিত রাখা হোক । সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানানো হয়েছে মামলার বিষয়ে । আগামিকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হবে যাতে মামলাটি দ্রুত শুনানি করা হয় ।
তখন চার অভিযুক্তর তরফে অভিষেক মনু সিংভি বলেন, "কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ গঠিত হয়েছে । মামলার শুনানি চলছে । এখন কেন স্থগিত রাখার আর্জি ?"
তখন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল জানান, বৃহত্তর বেঞ্চ গঠনের প্রশাসনিক এক্তিয়ার আদৌ হাইকোর্টের আছে কি না সেই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে । পাশাপাশি তিনি আজ আবার 17 তারিখ সকালে সিবিআই দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর হুমকি দেওয়া ও সিবিআই অফিস ঘেরাও এর বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন । তখন অভিষেক মনু সিংভি অভিযুক্তদের তরফে বলেন, ‘‘সিবিআই যা খুশি করছে ।’’
এর পালটা সলিসিটর জেনারেল তুষার মেহেতা আবার বলেন, "রাজ্য প্রশাসনের ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক । এখানে যে ঘটনা ঘটেছে আগে কোথাও দেখা যায়নি । রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর বলেই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি ।’’