পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এসএসকেএম-এ ভর্তি করা হল সুব্রত মুখোপাধ্যায়কে , হবে কোভিড টেস্ট - SSKM

মঙ্গলবার দুপুর 12 টায় এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় । হাসপাতাল সূত্রে খবর, উডবার্ন ওয়ার্ডের 102 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ইসিজি করা হচ্ছে। তাঁকে দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র ঘোষ এবং হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সরোজ মণ্ডল।

SUBRATA
SUBRATA

By

Published : May 18, 2021, 2:07 PM IST

Updated : May 18, 2021, 3:25 PM IST

কলকাতা , 18 মে : এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে । শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বুকে ব্যথা অনুভব করায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর ।

সোমবার রাতে অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম-এ নিয়ে আসা হয়েছিল । তবে প্রাথমিক পরীক্ষার পর রাতেই ফের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় ।

মঙ্গলবার দুপুর 12 টায় এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে সুব্তকে ভর্তি করা হয় । হাসপাতাল সূত্রে খবর, উডবার্ন ওয়ার্ডের 102 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ইসিজি করা হচ্ছে। তাঁকে দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র ঘোষ এবং হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সরোজ মণ্ডল।

সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবানি মুখোপাধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে আসেন ৷ সঙ্গে পরিবারের বেশ কয়েকজনও রয়েছেন । যেহেতু, সুব্রত মুখোপাধ্যায় বিচারাধীন বন্দী, তাই হাসপাতালের পক্ষ থেকে কোভিড টেস্ট করার জন্য অনুমতি পত্রে স্বাক্ষর করা হয় ।

আরও পড়ুন : আজ কলকাতা হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন করবেন নারদ-কাণ্ডে ধৃত চার হেভিওয়েটই

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে আজ সকালে রুটিং চেক আপ করা হয়েছে । ইতিমধ্যেই মদন মিত্রকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, নেতাদের শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বুলেটিন দেওয়া হতে পারে ।

এদিকে শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ভোর থেকেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে জানা গিয়েছে।

Last Updated : May 18, 2021, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details