কলকাতা, 12 সেপ্টেম্বর: ইডি'র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর (Maneka Gambhir ) ৷ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হয়েছে ৷ আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইডি তাঁর বিরুদ্ধে কী করে লুকআউট নোটিশ জারি করে, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মেনকার আইনজীবী ৷ আগামী 15 সেপ্টেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর বেঞ্চে এই আবেদনের শুনানি হবে (Maneka Gambhir sought contempt of court proceedings against ED) ৷
এদিন হাইকোর্টে মেনকা গম্ভীরের তরফে যে আবেদন করা হয় সেখানে বলা হয়েছে, বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চই ক'দিন আগে নির্দেশ দিয়েছিল তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কিন্তু তার পরেও কোনও কথা না শুনে তাঁর বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইডি'র তরফে ৷ এই প্রেক্ষিতেই ইডি'র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন মেনকা গম্ভীর ৷
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডের তদন্তে ইডি অফিসে হাজিরা মেনকা গম্ভীরের