পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: ছটপুজোর প্রস্তুতি দেখতে গঙ্গার ঘাটে মমতা - ছটপুজো

ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং চেয়ারপার্সন মালা রায়কে সঙ্গে নিয়ে দই ঘাট ও তক্তা ঘাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ কোভিড বিধি মেনে সাবধানে সকলকে উৎসব পালনের পরামর্শ দিয়েছেন তিনি ৷

Mamata Banerjee
ছটপুজোর প্রস্তুতি দেখতে গঙ্গার ঘাটে মমতা

By

Published : Nov 10, 2021, 9:38 PM IST

কলকাতা, 10 নভেম্বর: বুধবার কলকাতার দই ঘাট ও তক্তা ঘাটে গিয়ে ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেল চারটে নাগাদ প্রথমে তক্তা ঘাটে এবং পরে দই ঘাটে যান মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং চেয়ারপার্সন মালা রায়।

মুখ্যমন্ত্রী এদিন সাবধানতার সঙ্গে এই উৎসব পালনের কথা বলেন ৷ তিনি বলেন, "ছটপুজো উপলক্ষে সরকার এবং পুরসভার তরফ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। করোনা আবহে সকলে একসঙ্গে তাড়াহুড়ো না করে, দূরত্ব বিধি মেনে উৎসব পালন করুন।" মুখ্যমন্ত্রী এদিন জানান, আগে ছটপুজো উপলক্ষে রাজ্যে একদিন ছুটি থাকত। পরে তিনি জানতে পারেন ছট পুজো আসলে দু দিনের। তাই এবার থেকে দুই দিনের ছুটি থাকবে। এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "আচ্ছে দিনের কথা বলে জিনিসপত্রের দাম বাড়িয়ে খারাপ দিন আনি না। নোটবন্দি করি না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার করতে হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে হয়। বিনামূল্যে রেশন দিতে হয়। সব পুজোকে সাহায্য করতে হয়। সবাই একসঙ্গে কাজ করতে হয়।"

আরও পড়ুন: Malda Child Death : অবরোধে বালকের মৃত্যু, প্রতিবাদে সোচ্চার মালদার গ্রাম

উল্লেখ্য, ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষের সমাগম হয়৷ এই পুজোয় হয় সূর্যদেবের উপাসনা। শাস্ত্র মতে ছটপুজো সূর্য পত্নী ছঠি মাইয়ার পুজো। ছট মাতাকে আরেক মতে উষা বলা হয়। এই পুজোয় কোনও মূর্তি স্থাপন করা হয় না।

ABOUT THE AUTHOR

...view details