কলকাতা, 9 মে :রবীন্দ্রজয়ন্তীর মঞ্চ থেকেও নোবেল চুরি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার রবীন্দ্রসদনে রাজ্য সরকার আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (Mamata talks about Tagore's Nobel Prize Theft on Rabindra Jayanti)। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি । এরপর কবি প্রণাম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "এখনও আমার দুঃখ হয় । তাঁর (রবীন্দ্রনাথ) নোবেল পুরস্কারটা আজও উদ্ধার হয়নি । দীর্ঘদিন হয়ে গিয়েছে । এটা বামফ্রন্ট আমলের ঘটনা । তদন্ত করতে দেওয়া হয়েছিল সিবিআইকে । সিবিআই সম্ভবত তদন্তটা ক্লোজ করে দিয়েছে । সমস্ত প্রমাণ আমি জানি না আদৌ আছে কি না । কিন্তু এটা আমাদের বড় অসম্মানের । বড় গায়ে লাগে । এত বড় একটা জিনিস সর্বপ্রথম আমরা পেলাম আর আমাদের কাছ থেকে সেটা কেউ নিয়ে নিল, কেউ তুলে নিল, কেউ হারিয়ে দিল । এটা অসম্মানের ৷ তবে একটা নোবেল পুরস্কার চলে গেলে রবীন্দ্রনাথকে ভোলা যায় না । নোবেল পুরস্কারটা উনি আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন ।"
আসলে 161তম রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী দিনভর আলোচনায় থেকেছে রবীন্দ্রনাথের নোবেল চুরি প্রসঙ্গ (Mamata Banerjee at Rabindra Jayanti Programme) । এদিন তৃণমূল কংগ্রেসের মুখপত্রেও নোবেল চুরির প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশিত হয় এবং অন্য একাধিক তৃণমূল নেতাও মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে নোবেল চুরি রহস্যের উন্মোচন করতে না পারার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কাঠগড়ায় তুলেছেন । তবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই নিয়ে কোনও বিরূপ মন্তব্য সেভাবে না করলেও, তাঁর গলায় রবীন্দ্রনাথের নোবেল না উদ্ধার করতে পারার আক্ষেপ ধরা পড়েছে (Mamata on Tagore's Nobel Prize Theft)।