পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : বিজেপির মোকাবিলায় কংগ্রেস ব্যর্থ, জাগোবাংলার উৎসব সংখ্যায় মমতার নিবন্ধ - জাগো বাংলা

জাগোবাংলার (Jago Bangla) উৎসব সংখ্যায় নিবন্ধ লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বিষয়, বিজেপিকে ঠেকাতে জাতীয় কংগ্রেসের ব্যর্থতা ৷

Mamata Banerjees' column in Jago Bangla
Mamata Banerjees' column in Jago Bangla

By

Published : Oct 7, 2021, 7:58 AM IST

Updated : Oct 7, 2021, 8:05 AM IST

কলকাতা, 7 অক্টোবর : বিজেপিকে ব্যাকফুটে ফেলতে দেশজুড়ে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছে কংগ্রেস । বিজেপির মোকাবিলায় ব্যর্থ হয়েছে কংগ্রেস । তৃণমূলের মুখপত্র জাগোবাংলার নিবন্ধে একথাই লিখেছেন তৃণমূল মমতা ।

তৃণমূল নেত্রী লিখেছেন, "সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লির দরবারে বিজেপিকে মোকাবিলায় ব্যর্থ । গত দু'টি লোকসভা নির্বাচন তার প্রমাণ । দিল্লিতে যদি লড়াই না থাকে, তা হলে মানুষের মনোবল কমে যায় এবং লোকসভা নির্বাচনেও রাজ্যগুলিতে বিজেপি কিছু বাড়তি ভোট পেয়ে যায় । সেটা এবার কিছুতেই হতে দেওয়া যাবে না ।" তাঁর পরামর্শ, "বিকল্প জোটের নেতৃত্ব নিয়ে আমরা চিন্তিত নই । কিন্তু বাস্তবটা কংগ্রেসকেও অনুভব করতে হবে । অন্যথায় বিকল্প শক্তির গঠনে ফাঁক থেকে যাবে ।"

তিনি আরও লিখেছেন, "নিজেদের অঙ্কে নয়, দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে । বিকল্প মঞ্চ শক্তিশালী করতে হবে । এই মঞ্চ হবে নীতির ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে । আমরা কখনওই কংগ্রেসকে বাদ দিয়ে মঞ্চের কথা ভাবছি না, বলছি না । তৃণমূল কংগ্রেসকে ঘিরে নতুন ভারত স্বপ্ন দেখছে । তৃণমূল বিজেপি-বিরোধী সকলকে নিয়েই চলতে চায় । কিন্তু যে মডেলকে ঘিরে মানুষের উৎসাহ, সেই মডেলকে তো কার্যকর করে মানুষের সামনে পেশ করতে হবে ।"

বিশেষজ্ঞ ও মমতার মতে, বাংলার এবারের নির্বাচনে গোটা দেশ দেখেছে ভারতীয় জনতা পার্টিকে কীভাবে তৃণমূল হারিয়েছে । যাঁরা দেশ চালাচ্ছেন তাঁরা সকলেই নির্বাচনের সময় নিয়মিত যাতায়াত করেছে ৷ কুৎসা করেছেন বলে অভিযোগ করা হয়েছে । এজেন্সি নামানো হয়েছে । তবু তৃণমূলকে হারাতে পারেনি ভাজপা । এটা একটা মডেল । দেশের মানুষ এই মডেলের উপর ভরসা রাখছেন । তাঁরা তৃণমূল কংগ্রেসকে ঘিরে নতুন ভারতের স্বপ্ন দেখছেন । বাংলায় তৃণমূল মডেলের সাফল্যের কথা এভাবেই মনে করিয়ে দিয়ে 'জাগোবাংলা'-র উৎসব সংখ্যায় দিল্লি দখলের ডাক দিয়েছেন মমতা ।

দিল্লির ডাক দিতে গিয়ে তিনি বলেছেন, "সময়ের যাত্রাপথে এখন বিজেপির বিরুদ্ধে আসল লড়াইয়ের মুখ হয়ে উঠেছে এই তৃণমূল কংগ্রেসই । গোটা দেশে এই সত্য প্রতিষ্ঠিত ।" আবার কখনও সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, "একটা সময় বাংলার প্রকৃত স্বাধীনতা ও মুক্তির যুদ্ধে সিপিএমের বিরুদ্ধে আসল মুখ হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস । সেই সিপিএম আজ ক্ষীণশক্তি, প্রাসঙ্গিকতা থেকে বহুদূরে । আজ উন্নয়ন করে মানুষের ভালবাসা পাচ্ছে তৃণমূল ।"

সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস যে দেশের মানুষের স্বপ্নপূরণের দায়িত্ব থেকে পিছিয়ে যাবে না তা পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল নেত্রী । তবে গত দু'টি লোকসভা নির্বাচনের ফলাফলের কথা বলে তাদের দিল্লিতে তাদের ব্যর্থতার কথাও মনে করিয়েছেন ৷ তাঁর যুক্তি, দিল্লিতে লড়াই না থাকলে মানুষের মনোবল কমে যাবে ৷ সেই ফাঁকে লোকসভা নির্বাচনে রাজ্যগুলিতেও বিজেপি কিছু বাড়তি ভোট পেয়ে যাবে । সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না । এভাবেই কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি সতর্ক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : Kunal Ghosh-Babul Supriyo : মমতার-বৃত্তে কুণালের প্রত্যাবর্তন, বাবুলের উপহারে তৃণমূলে নয়া সমীকরণ

Last Updated : Oct 7, 2021, 8:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details