পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুপুরে রাজীব মামলার শুনানি, রাতে ভবানী ভবনে মুখ্যমন্ত্রী - সারদা

রাজীব কুমার মামলার শুনানি শুরু হয়েছে গতকাল থেকেই । এদিকে, গতকালই ভবানী ভবনে গেলেন মুখ্যমন্ত্রী । কেন ? মুখ্যমন্ত্রী বলছেন, "রুটিন ভিজ়িট ।"

মমতা ব্যানার্জি

By

Published : Jul 18, 2019, 3:36 AM IST

কলকাতা, 18 জুলাই : নবান্ন থেকে বাড়ি ফেরার পথে রাতে হঠাৎই ভবানী ভবন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় এক ঘণ্টা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । হঠাৎ কেন তিনি ভবানী ভবনে ? প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "রুটিন ভিজ়িট ।" পুলিশ কর্তারাও মুখ খুলতে চাইছেন না । তবে, বিশেষজ্ঞ মহলের মতে, দুপুরে রাজীব কুমারের আইনজীবীর আক্রমণাত্মক হওয়ার পর রাতে মুখ্যমন্ত্রীর ভবানী ভবনে যাওয়া নিশ্চয়ই কিছু ইঙ্গিত দিচ্ছে ।

ফের চিটফান্ড ইশুতে তৎপরতা দেখাতে শুরু করেছে CBI । শতাব্দী রায়সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে । এদিকে, রাজীব কুমার মামলার শুনানিও শুরু হয়েছে গতকাল থেকে । তাহলে কি এসব বিষয়ে আলোচনা হয়েছে ? রাজীব কুমারের সঙ্গে কি দেখা করেছেন মুখ্যমন্ত্রী ? প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি ।

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ, নগরপাল অনুজ শর্মা, বীরেন্দ্র, জ্ঞানবন্ত সিংদের মতো দুঁদে পুলিশকর্তারা । প্রায় ঘণ্টাখানেক আলোচনা শেষে হাসি মুখেই বের হন মুখ্যমন্ত্রী । রওনা দেন বাড়ির উদ্দেশে ।

রাজীব কুমার মামলার শুনানি শুরুর দিনই মুখ্যমন্ত্রীর ভবানী ভবনে আসা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে । একটি সূত্র বলছে, একাধিক ইশুতে বেশ কয়েকজন BJP নেতার বিরুদ্ধেও মামলা চলছে । সেইসব মামলার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে । তবে, খোদ মুখ্যমন্ত্রী বলছেন, "এটা রুটিন ভিজ়িট ।"

ABOUT THE AUTHOR

...view details