পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতার মনোনয়ন জমা - Bhabanipur

আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপ-নির্বাচন ৷ গণনা 3 অক্টোবর ৷ তৃণমূলের প্রার্থী মমতার বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমের শ্রীজীব বিশ্বাস ও বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

mamata-banerjee-submitted-her-nomination-as-tmc-candidate-for-bhabanipur-by-election
Mamata Banerjee : ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতার মনোনয়ন জমা

By

Published : Sep 10, 2021, 3:07 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোাপাধ্যায় (Mamata Banerjee) ৷ শুক্রবার আলিপুরে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে তিনি মনোনয়ন জমা দেন ৷ আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Bhabanipur By Election) ৷ সেখানেই প্রার্থী হয়েছেন মমতা ৷

তাঁর মনোনয়ন ঘিরে এদিন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ দুপুর 2টো নাগাদ তিনি সেখানে পৌঁছান ৷ দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেরে তিনি চলে যান ভবনের ভিতরে ৷ সেখানে তিনি মনোনয়ন জমা দেন ৷ সঙ্গে ছিলেন মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রস্তাবক হিসাবে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম ও প্রযোজক নিসপাল সিং রানে ৷

আরও পড়ুন :Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

বেশিক্ষণ সময় লাগেনি এই প্রক্রিয়ায় ৷ কিছুক্ষণের মধ্যেই মমতা সেখান থেকে বেরিয়ে আসেন ৷ তার পর ফিরে যান ৷ তিনি অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি এদিন ৷

প্রসঙ্গত, 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক ছিলেন ৷ কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম (Nandigram) থেকে লড়াই করেন ৷ সেই লড়াইয়ে তাঁকে হারিয়ে দেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

আরও পড়ুন :Presidency University Student Agitation: কলেজ খোলার দাবিতে আজও চলবে প্রেসিডেন্সির পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ

অন্যদিকে এবার ভবানীপুরে মমতার বদলে প্রার্থী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল (Trinamool Congress) নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি ওই কেন্দ্র থেকে জিতে মমতার মন্ত্রিসভার সদস্য হন ৷ কিন্তু ভবানীপুর থেকে পদত্যাগ করে মমতাকে ভোটে লড়ার সুযোগ করে দেন ৷ কারণ, মুখ্যমন্ত্রিত্বে থাকতে হলে আগামী 5 নভেম্বরের মধ্যে ভোটে জিতে আসা মমতার জন্য বাধ্যতামূলক ছিল ৷

অনেক টালবাহানার পর নির্বাচন কমিশন (Election Commission) চলতি মাসের শুরুতে ভবানীপুরের উপনির্বাচনের ঘোষণা করে ৷ ভোট 30 সেপ্টেম্বর ৷ গণনা 3 অক্টোবর ৷ গত 6 সেপ্টেম্বর এই কেন্দ্রে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ তার পর আজ মনোনয়ন জমা দিলেন মমতা ৷

আরও পড়ুন :Dilip Ghosh : "আমার কর্মীর গায়ে হাত দিলে বুকে পা তুলে দেব", ফের বিস্ফোরক মন্তব্য দিলীপের

এই কেন্দ্রে এখনও পর্যন্ত মমতার দু’জন প্রতিপক্ষ সামনে এসেছেন ৷ তাঁদের একজন সিপিএমের শ্রীজীব বিশ্বাস ৷ আর আজই বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ তাদের হয়ে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

ABOUT THE AUTHOR

...view details