কলকাতা, 21 জুলাই : শহিদ দিবসের মঞ্চ থেকে দেশজুড়ে বিজেপি (BJP) বিরোধী শক্তিগুলিকে এক হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ নিজেদের স্বার্থ ভুলে এখন একজোট হতে হবে বলে বার্তা দিলেন তিনি ৷ তিনি যখন দিল্লিতে থাকবেন, তখন বিরোধীদের বৈঠক ডাকারও প্রস্তাব দিয়েছেন ৷
করোনা (Covid) পরিস্থিতিতে এবার 21 জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে ৷ দেশের রাজধানী-সহ দেশের বিভিন্ন অংশে সরাসরি সম্প্রচার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে ৷ তাই এদিন সারা দেশকে কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল সকলের ৷
আরও পড়ুন :Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার
প্রত্যাশামতোই ভাষণের বেশির ভাগটাই বিজেপি বিরোধিতায় ভরা ছিল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিজেপিকে হারানোর জন্য এখন থেকেই জোটবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি ৷ মমতার কথায়, নির্বাচনের আগে জোট করলে কিছু হবে না ৷ এখনই জোট করে এগিয়ে যেতে হবে ৷ এখনও তিনবছর সময় আছে ৷
প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের একজোট করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তা সফল হয়নি ৷ বরং গোটা দেশে বিজেপি আরও বেশি আসনে জয় পেয়ে ক্ষমতায় ফেরে ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এমনকী বাংলাতেও সাংসদ সংখ্যা একলাফে 18 হয়ে যায় ৷ রাজনৈতিক মহলের মত, সেই অভিজ্ঞতা থেকেই মমতা এখনই বিরোধীদের জোট তৈরি করার পক্ষে ৷
আরও পড়ুন :Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা
তাই এখনই বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ার (Sharad Pawar), কংগ্রেস (Congress) নেতা চিদম্বরমদের মমতার প্রস্তাব, বিজেপি বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডাকা হোক ৷ চলতি মাসের 26 বা 27 তারিখ এই বৈঠক হতে পারে বলে তিনি জানিয়েছেন ৷ কারণ, তিনি আগামী সপ্তাহে দিল্লি যাবেন ৷ বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করবেন ৷ সেই সময় বৈঠক ডাকলেও তিনি থাকতে পারবেন বলে মমতা জানিয়েছেন ৷
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন যে বিজেপি বিরোধিতায় সবচেয়ে বড় সমস্যা হল অন্য দলগুলির নিজস্ব স্বার্থ ৷ আর সেই কারণে বিরোধীরা কখনও এক হতে পারে না ৷ সেটা বিলক্ষণ জানেন মমতাও ৷ তাই তিনি বার্তা দিয়েছেন, সেই জোট গড়ার লক্ষ্যে প্রতিটি দলকে যে নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে ৷ তিনি জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে ৷ নিজেদের স্বার্থ ভুলেই একজোট হতে হবে ৷ কারণ, দেশের মানুষ, দেশের মানুষের স্বার্থে একজোট হয়ে লড়াই করতে হবে ৷
আরও পড়ুন :21st July: মিলল না জায়ান্ট স্ক্রিন, ত্রিপুরায় শহিদ দিবস পালনে বাধা পেল তৃণমূল