কলকাতা, 9 নভেম্বর : 19 ডিসেম্বরই সম্ভবত কলকাতা ও হাওড়া পৌরনিগমের ভোট হতে চলে এসেছে ৷ কিন্তু সেদিন ভোট হবে না হাওড়ার বালি অঞ্চলে ৷ কারণ, তার আগেই বালি পৌরসভা এলাকাকে আবার হাওড়া পৌরনিগম থেকে আলাদা করে দেওয়া হবে ৷ এমনটাই আজ, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই প্রক্রিয়ার বাস্তবায়নে আগামী শুক্রবার একটি প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় ।
হাওড়া পৌরনিগমে সঙ্গে বালি পৌরসভার 16টা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছিল 2015 সালে । কিন্তু 2018 সালে তা বাদ দেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু করা হয়নি । এবার তা সরকারি ভাবে করা হতে পারে বলে খবর ৷
আরও পড়ুন :Cabinet Reshuffle : মন্ত্রিসভার রদবদলে 3 মন্ত্রীকে বাড়তি দায়িত্ব, অর্থের উপদেষ্টা অমিত
রাজ্যের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার পর তা জানানো হবে রাজ্য নির্বাচন কমিশনকে ৷ সেই মতো ভোট নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷
এদিকে পৌর নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ আগামী 12 নভেম্বর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের সরকারি আধিকারিকদের এবং হাওড়া জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা । সেই বৈঠকে থাকবেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকও । সেখানে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে খবর ৷
আরও পড়ুন :Mamata Banerjee: ছট পুজোয় 10-11 নভেম্বর ছুটি, উৎসবে সতর্ক থাকার আহ্বান মমতার
এখানে উল্লেখ করা প্রয়োজন, হাওড়ায় 50টি ওয়ার্ডে বুথ সংখ্যা 1213টি । কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড বুথ সংখ্যা 4700 ।