কলকাতা, 30 জুন :রাজ্যবাসীর জন্য সুখবর । রাজ্যের ক্যানসার রোগীদের চিকিত্সার জন্য মুম্বই ছুটতে হবে না । রাজ্যে ক্যানসার হাসপাতাল গড়তে টাটা মেমোরিয়ালের (Tata Memorial) সঙ্গে হাত মেলাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
বুধবার তিনি ঘোষণা করেন, রাজ্য সরকার টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় দু'টি ক্যানসার হাসপাতাল গড়তে চলেছে, যার একটি হবে কলকাতার এসএসকেএম-এ (SSKM) । অন্যটি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College & Hospital) । মুখ্যমন্ত্রী জানান, রাজ্যবাসীর সুবিধার্থেই এমন পদক্ষেপ করছে রাজ্য সরকার ।
আরও পড়ুন :Student Credit Card : 10 লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, রাজ্যই গ্যারান্টার
উল্লেখ্য, এদিন পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী । সেখানেই ক্যানসার হাসপাতালের ঘোষণা করেন তিনি । মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার ক্যানসার রোগীদের 25 শতাংশই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে (Cancer Hospital) চিকিত্সা করাতে যান । টাটা সেন্টারের যে হাসপাতাল রয়েছে ওখানে । কিন্তু ওখানে থাকা, খাওয়া, যোগাযোগে ভীষণ অসুবিধায় পড়তে হয় । ডাক্তার দেখানোর তারিখ পাওয়ার ক্ষেত্রেও ভীষণ অসুবিধে হয় । মানুষ সমস্যায় পড়েন ।
তিনি বলেন, ‘‘সেই নিয়ে চিন্তাভাবনার পর আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম । মুম্বইতে যে রকম রয়েছে, টাটা মেমোরিয়াল এবং বাংলার সরকার মিলে রাজ্যে সে রকম দু'টি ক্যানসার হাসপাতাল গড়বে । একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।’’ মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলায় ক্যানসার হাসপাতাল হলে মানুষকে আর চিকিত্সা করাতে রাজ্যের বাইরে যেতে হবে না ।
আরও পড়ুন :Fake Vaccination Case : বিচ্ছিন্ন ঘটনা, রাজ্য সরকারের সঙ্গে যোগ ওড়ালেন মমতা
প্রসঙ্গত, ক্যানসার চিকিত্সায় টাটা মেমোরিয়ালের সুনাম অনেকদিনের । রাজারহাটে একটি ক্যানসার হাসপাতাল রয়েছে । এবার তার সঙ্গে আরও দু’টি উচ্চমানের ক্যানসার হাসপাতাল যুক্ত হতে চলেছে । ফলে আগামিদিনে আর ক্যানসার চিকিত্সায় ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন হবে না বাংলার বাসিন্দাদের ।