কলকাতা, 8 সেপ্টেম্বর: কেষ্ট যতদিন ফিরে না আসছে, ততদিন লড়াই তিনগুণ বাড়বে বীরভূমে ৷ আবারও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Defends Anubrata)৷ বীরভূমের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে নিয়ে আসুন ৷
আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ অধিবেশন হয় ৷ সেই অধিবেশনে মন্তব্য রাখতে গিয়ে শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যে উঠে আসে অনুব্রত মণ্ডল প্রসঙ্গ ৷ ফের বীরভূম তৃণমূলের জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে মমতা বলেন, "কেষ্ট বেচারার শরীর খারাপ ৷ আগে বগটুই নিয়ে ধাক্কা দিল ৷ প্রতি নির্বাচনেই ওকে বন্দি করে রেখেছেন ৷ ভাবছেন, জেলে বন্ধ করে পার্লামেন্টে দুটো আসন দখল করবেন ৷ সে গুড়ে বালি !" এরপর বীরভূমের নেতাদের মনোবল বাড়াতে নেত্রী বলেন, "বীরভূমের কে কে আছেন, উঠে দাঁড়ান দেখি ৷ কেষ্টকে ওরা জেলবন্দি করে রেখেছে ৷ এর জন্য ভয় পাওয়ার কিছু নেই ৷ আরও বেশি করে লড়াই করতে হবে ৷ যতদিন কেষ্ট ফিরে না আসছে, ততদিন লড়াই তিনগুণ বাড়বে ৷ বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে নিয়ে আসবেন, এই মানসিকতায় তৈরি থাকুন ৷ বীরভূম জেলা হারতে শেখেনি ৷"