পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Defends Anubrata: কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে, কর্মীদের বার্তা মমতার - Anubrata Mondal

কেষ্ট (Anubrata Mondal) না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে ৷ দলীয় কর্মীদের এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Defends Anubrata)৷

Mamata Banerjee again defends Anubrata Mondal at Netaji Indoor
কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে, কর্মীদের বার্তা মমতার

By

Published : Sep 8, 2022, 1:37 PM IST

Updated : Sep 8, 2022, 4:32 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: কেষ্ট যতদিন ফিরে না আসছে, ততদিন লড়াই তিনগুণ বাড়বে বীরভূমে ৷ আবারও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Defends Anubrata)৷ বীরভূমের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে নিয়ে আসুন ৷

আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ অধিবেশন হয় ৷ সেই অধিবেশনে মন্তব্য রাখতে গিয়ে শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যে উঠে আসে অনুব্রত মণ্ডল প্রসঙ্গ ৷ ফের বীরভূম তৃণমূলের জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে মমতা বলেন, "কেষ্ট বেচারার শরীর খারাপ ৷ আগে বগটুই নিয়ে ধাক্কা দিল ৷ প্রতি নির্বাচনেই ওকে বন্দি করে রেখেছেন ৷ ভাবছেন, জেলে বন্ধ করে পার্লামেন্টে দুটো আসন দখল করবেন ৷ সে গুড়ে বালি !" এরপর বীরভূমের নেতাদের মনোবল বাড়াতে নেত্রী বলেন, "বীরভূমের কে কে আছেন, উঠে দাঁড়ান দেখি ৷ কেষ্টকে ওরা জেলবন্দি করে রেখেছে ৷ এর জন্য ভয় পাওয়ার কিছু নেই ৷ আরও বেশি করে লড়াই করতে হবে ৷ যতদিন কেষ্ট ফিরে না আসছে, ততদিন লড়াই তিনগুণ বাড়বে ৷ বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে নিয়ে আসবেন, এই মানসিকতায় তৈরি থাকুন ৷ বীরভূম জেলা হারতে শেখেনি ৷"

কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে

আরও পড়ুন:আমি কি চাকর-বাকর ? দিল্লির অনুষ্ঠানের আগেই বাংলায় নেতাজিকে উদযাপন 'অসম্মানিত' মমতার

শিক্ষক দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে নিয়ে বিশেষ মন্তব্য করতে দেখা যায়নি তৃণমূল নেত্রীকে ৷ বরং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল ৷ তবে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা ৷ এর আগে, 14 অগস্ট স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "অনুব্রত কিছুই চায় না ৷ এমনকী রাজ্যসভায় পাঠাতে চাইলেও কেষ্ট রাজি হয়নি ৷ কী এমন করেছে কেষ্ট ? ওকে গ্রেফতার করা হল ? যতবার নির্বাচন হয়েছে, ততবার ওকে ঘরবন্দি রাখা হয়েছে ৷ বাইরে বের হতে দেয়নি ৷ ছেলেটা দু বছর ধরে কষ্ট পেয়েছে, আমি জানি ৷" নেত্রীর এই মন্তব্যের জবাবে অনুব্রত বলেছিলেন, "দিদি তো পাশে থাকবেনই ৷ ঠিকই তো বলেছেন ৷ উনি বলবেন না ! এই নিয়ে আমি আর কী বলব ! দিদি যা করার অনেক করেছেন ৷" এ দিন ফের অনুব্রতর পক্ষে সওয়াল করে মমতা বুঝিয়ে দিলেন যে, কেষ্টর পাশেই রয়েছে দল ৷

Last Updated : Sep 8, 2022, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details