কলকাতা, 8 সেপ্টেম্বর : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) মঞ্চ থেকে তাঁর খোঁজ নেওয়ার পরই কি ভোল পালটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ! বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিশেষ অধিবেশন শেষ হওয়ার পরই উঠল এই প্রশ্ন ?
রাজনৈতিক মহল বলছে যে প্রশ্ন ওঠার সঙ্গত কারণও রয়েছে ৷ সম্প্রতি মদন মিত্র বলেছিলেন, ‘‘আমি দীর্ঘদিন পদ আঁকড়ে বসে থাকার লোক নই । তাই আমার লক্ষ্য আপাতত 2026 ।’’ তখনই তাঁর অবসরের বিষয় নিয়ে জল্পনা ছড়ায় ৷ যা শুনে তিনি এদিন বললেন, ‘‘যা বলার বলব দলের অন্দরেই ।’’
প্রসঙ্গত, দিনকয়েক আগে বরানগরের বিধায়ক তৃণমূলের তাপস রায়ের মুখ থেকে অবসর সংক্রান্ত একটা জল্পনার কথা শোনা গিয়েছিল । পরে সেই তালিকায় যুক্ত হয়েছে মদন মিত্রের নাম ৷ সম্প্রতি তিনি বলেছিলেন, ‘‘সবাইকেই তো কোনও না কোনও দিন সরে যেতে হবে । কিন্তু ফর্ম থাকতে থাকতেই সরে যাওয়া ভালো । আমি দীর্ঘদিন পদ আঁকড়ে বসে থাকার লোক নই । তাই আমার লক্ষ্য আপাতত 2026 ।’’
এর পর তাঁর সংযোজন ছিল, ‘‘তারপরে কি হবে ? তা এখনো ভাবিনি । আমার মনে হয় সকলেরই নতুনকে জায়গা করে দেওয়ার কথা ভাবা উচিত ।’’ তিনি এও বলেন, ‘‘আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি, 11 বারের বিধায়ক । সেসব শুনলে খারাপ লাগে । সেটা না করে ছেলে বা নাতির বয়সী কাউকে সুযোগ দিলে ভালো হয় ।’’