কলকাতা, 25 জানুয়ারি : 'আমার মন সায় দিচ্ছে না ৷ আমার শ্রোতারাই আমার পুরস্কার ৷' এই মর্মে 'পদ্মশ্রী' সম্মান ফিরিয়ে দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Legendary Sandhya Mukherjee rejects Padma award) ৷ হেমন্ত মুখোপাধ্যায়ের পথে হেঁটেই কেন্দ্রের পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করলেন কিংবদন্তি ৷
কিন্তু বর্ষীয়ান গায়িকা কেন পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করতে গেলেন ? কারণ অনুসন্ধানে নেমে জানা যায় কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক মঙ্গলবার যেভাবে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান গ্রহণের কথা জানায় সেটা মেনে নিতে পারেননি সুরের জাদুকর ৷ কেন্দ্রীয় সচিবালয় এদিন বর্ষীয়ান গায়িকাকে টেলিফোনে বলে, "আমরা আগামিকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নেবেন ? তাহলে অন্যান্য পুরস্কারপ্রাপকদের সঙ্গে আগামিকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে।"