পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সন্ধেয় বসতে চলেছে বাম-কংগ্রেস আসন সমঝোতা বৈঠক - বামফ্রন্ট

রাজ্যের সব জেলায় বাম ও কংগ্রেসের সাংগঠনিক শক্তি দেখেই আসন বণ্টন হবে ৷ ইতিমধ্যে জেলা নেতৃত্বের কাছ থেকে কোন আসনে বামেরা শক্তিশালী সেই আসনের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট ৷

left_and_congress_party_will_meet_for_their_seat_compromisation_in_assembly_election
সন্ধেয় বসতে চলেছে বাম-কংগ্রেস আসন সমঝোতা বৈঠক

By

Published : Oct 23, 2020, 4:00 PM IST

কলকাতা, 23 অক্টোবর : বছর ঘুরলেই 2021-এ বিধানসভা নির্বাচন এরাজ্যে ৷ আর তার আগে আসন সমঝোতা নিয়ে আসরে নেমে পড়ল প্রদেশ কংগ্রেস ও বামেরা ৷ আজ সন্ধেবেলা মধ্য কলকাতায় RSP-র প্রকাশনা সংস্থায় বৈঠকে বসতে চলেছে প্রদেশ কংগ্রেস এবং বামফ্রন্ট নেতৃত্ব ৷ এর মূল কারণ, দিল্লি ফিরে যাওয়ার আগেই আসন সমঝোতা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি আজ বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে নিতে চাইছেন ৷ বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু, CPI(M) রাজ্য় সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ RSP, ফরওয়ার্ড ব্লক এবং CPI-র নেতৃত্বরা আজকের বৈঠকে উপস্থিত থাকবেন ৷ রাজ্য়ের বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস বিধায়ক শংকর মালাকার, রাজ্য়সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ অন্যরা বৈঠকে উপস্থিত থাকবেন ৷

আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্ট এবং কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে প্রথমবার আলোচনায় বসছেন নেতারা ৷ এ নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, রাজ্যের সব জেলায় বাম ও কংগ্রেসের সাংগঠনিক শক্তি দেখেই আসন বণ্টন হবে ৷ ইতিমধ্যে জেলা নেতৃত্বের কাছ থেকে কোন আসনে বামেরা শক্তিশালী সেই আসনের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট ৷ চলতি মাসেই সেই তালিকা আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে এসে পৌঁছাবে বলে জানা গিয়েছে।

আজকের বৈঠকে মূলত BJP এবং তৃণমূলের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে এলাকা ভিত্তিক মূল্যায়ন করা হবে ৷ কোন দল কোথায় প্রতিদ্বন্দ্বিতা করলে আশানুরূপ ফল হবে, সেই বিষয়ে আলোচনা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details