পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে : কৈলাস বিজয়বর্গীয় - Bengal is leading towards president rule

"রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে যা রিপোর্ট দিয়েছেন তা খুবই চিন্তাজনক। স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে নিজেই বলেছেন পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। " বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বিজয়বর্গীয়
কৈলাস বিজয়বর্গীয়

By

Published : Nov 1, 2020, 7:51 PM IST

বিধাননগর, 1 নভেম্বর : "বাংলায় অরাজকতা চলছে । রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে ।" আজ বিকেলে কলকাতা বিমানবন্দরে এই কথাই বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁর কথায়, এই সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । নির্বাচন কমিশন শান্তিপূর্ণ এবং সুস্থভাবে বিধানসভা নির্বাচন করাতে পারবে না । কারণ, রাজ্যে পুলিশকর্মীরা শাসকদলের ভৃত্যে পরিণত হয়েছে ।

আজ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন কৈলাস বিজয়বর্গীয় । বলেন, "BJP-র প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় বাড়ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ BJP-র কার্যকর্তাদের খুন করছে । গত 15 দিনে প্রায় দশজন BJP-র কার্যকর্তা সারা বাংলায় খুন হয়েছেন । পুলিশি হেপাজতে দু'জনের মৃত্যু ঘটেছে । মদন ঘড়ুই নামে এক BJP কর্মীর দেহ আজ অবধি পাওয়া গেল না । এমন অসংবেদনশীল সরকার আগে কখনও দেখিনি, যারা আদালতের কথা পর্যন্ত শোনে না ।"

"বাংলায় অরাজকতা চলছে", মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র

তিনি আরও বলেন, "40 বছর বয়সি BJP কর্মীর দেহ 17 দিন থেকে হাসপাতালের মর্গে রয়েছে । কিন্তু তার পোস্টমর্টেম করা হচ্ছে না । এতটাই অসংবেদনশীল এই সরকার । সরকারের এই চেহারা আমরা জনগণের সামনে তুলে ধরব । কারণ আমরা ভয় পাই না । গণতন্ত্র রক্ষার জন্য যত বলিদান দিতে হয় BJP দেবে । কিন্তু বাংলায় গণতন্ত্র রক্ষা করতেই হবে ।"

আইন-শৃঙ্খলার বিষয়ে রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন । এই বিষয়ে কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য, "রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে যা রিপোর্ট দিয়েছেন তা খুবই চিন্তাজনক। স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে নিজেই বলেছেন পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। ব্যক্তিগতভাবে আমি নিজেও মনে করি রাজ্যের অবস্থা খুবই খারাপ । অরাজকতা চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details