কলকাতা, 13 জানুয়ারি : ক্যাবের অ্যাপ, ফুড অ্যাপের পর এবার পেটিএম । প্রতারকদের নজর পড়েছে এই অ্যাপের উপর । পেটিএমকে কেন্দ্র করে চালানো হচ্ছে প্রতারণা । ইতিমধ্যেই প্রতারকের পাল্লায় পড়ে বহু টাকা খুইয়েছেন বেশকিছু মানুষ । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে শোনানো হচ্ছে সাবধানবাণী । বলা হচ্ছে, পেটিএম সংক্রান্ত কোন মেসেজ আচেনা নম্বর থেকে এলে সাড়া না দিতে । প্রয়োজনে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন নগরপাল অনুজ শর্মা ।
সম্প্রতি কলকাতার এক নামি গায়কের কাছে একটি মেসেজ আসে । বলা হয়, তার পেটিএম অ্যাকাউন্টে KYC করাতে হবে । না হলে শীঘ্রই সেটা বন্ধ হয়ে যাবে । অবাক হয়েছেন ওই গায়ক । কারণ, তিনি তার তিনদিন আগেই KYC করেছেন তার অ্যাকাউন্টের । তারপরেও এই ধরনের মেসেজ কেন আসছে । মেসেজে একটি ফোন নাম্বার দেওয়া ছিল ৷ সেই নম্বরে ফোন করেন ওই গায়ক । আর তাতেই সর্বনাশ হয়ে যায় । প্রায় 40 হাজার টাকার খোয়ান তিনি । বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর গত 10 দিনে 50 টিরও বেশি এমন অভিযোগ জমা পড়েছে।