কলকাতা, 16 অক্টোবর : বাংলাদেশে হিংসার (BangladeshViolence) ঘটনা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ বঙ্গের শাসক দলের অন্যতম এই মুখপাত্রর প্রশ্ন, বাংলাদেশের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কেন নীরব হয়ে রয়েছেন ?
প্রসঙ্গত, গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশ কার্যত জ্বলছে ৷ গোলমাল প্রথম শুরু হয় সেখানকার কুমিল্লা জেলায় ৷ তার পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ৷ সেখানে একাধিক জেলায় দুর্গাপুজো মণ্ডপ ভাঙা হয়েছে ৷ একাধিক মন্দিরে হামলা চালানো হয়েছে ৷ সেখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ ৷ বিভিন্ন জায়গায় হিংসার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ৷ বেশ কয়েকজন মারা গিয়েছেন ৷ অনেকে জখম ৷
আরও পড়ুন :Bangladesh Violence : নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা, পুকুরে মিলল দেহ
বাংলাদেশের সরকার উত্তেজনা প্রশমিত করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ৷ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) জানিয়েছেন যে দোষীদের কাউকে ছাড়া হবে না ৷ তার পরও শুক্রবার নতুন করে হিংসা ছড়ায় ৷ নোয়াখালিতে ইসকন মন্দিরে (ISKCON Temple) হামলা চালানো হয়েছে ৷ একজনকে খুন করার অভিযোগও উঠেছে ৷