পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Narendra Modi : বাংলাদেশের হিংসা নিয়ে কেন মোদি নীরব, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল - Narendra Modi

বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনা ঘটছে৷ তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব কেন ? প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

kunal ghosh raised question over narendra modi silence on bangladesh violence case
Narendra Modi : বাংলাদেশের হিংসা নিয়ে কেন মোদি নীরব, প্রশ্ন তুললেন কুণাল

By

Published : Oct 16, 2021, 12:49 PM IST

কলকাতা, 16 অক্টোবর : বাংলাদেশে হিংসার (BangladeshViolence) ঘটনা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ বঙ্গের শাসক দলের অন্যতম এই মুখপাত্রর প্রশ্ন, বাংলাদেশের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কেন নীরব হয়ে রয়েছেন ?

প্রসঙ্গত, গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশ কার্যত জ্বলছে ৷ গোলমাল প্রথম শুরু হয় সেখানকার কুমিল্লা জেলায় ৷ তার পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ৷ সেখানে একাধিক জেলায় দুর্গাপুজো মণ্ডপ ভাঙা হয়েছে ৷ একাধিক মন্দিরে হামলা চালানো হয়েছে ৷ সেখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ ৷ বিভিন্ন জায়গায় হিংসার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ৷ বেশ কয়েকজন মারা গিয়েছেন ৷ অনেকে জখম ৷

আরও পড়ুন :Bangladesh Violence : নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা, পুকুরে মিলল দেহ

বাংলাদেশের সরকার উত্তেজনা প্রশমিত করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ৷ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) জানিয়েছেন যে দোষীদের কাউকে ছাড়া হবে না ৷ তার পরও শুক্রবার নতুন করে হিংসা ছড়ায় ৷ নোয়াখালিতে ইসকন মন্দিরে (ISKCON Temple) হামলা চালানো হয়েছে ৷ একজনকে খুন করার অভিযোগও উঠেছে ৷

আর তারপরই টুইট করেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, ‘‘বাংলাদেশ থেকে কিছু উদ্বেগজনক খবর আসছে । পোস্ট ছড়াচ্ছে । যদিও হাসিনা সরকার ও সেদেশেরই বহু মানুষ আপত্তিকর কাজের বিরোধিতা করছেন ।’’

আরও পড়ুন :Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার

এরপরই তাঁর প্রশ্ন, ‘‘কিন্তু প্রধানমন্ত্রী নীরব দর্শক কেন ?’’ একই সঙ্গে তিনি বিজেপিকেও (BJP) বিঁধেছেন ৷ লিখেছেন, ‘‘বিজেপির মেকি হিন্দুত্বের সস্তা নাটক নয় । কার্যকর ভূমিকা নিক কেন্দ্র । আমরা ভারত বাংলাদেশ দু’দেশেরই সংখ্যালঘু সুরক্ষার পক্ষে ৷’’ এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশের ঘটনা নিয়ে আগেও প্রতিবাদে সরব হয়েছেন কুণাল ঘোষ ৷ টুইটও করেছেন ৷ অন্যদিকে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রকও ৷

আরও পড়ুন :Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3

ABOUT THE AUTHOR

...view details